National

সিঙ্গুরে জমি অধিগ্রহণ বেআইনি, বলল সুপ্রিম কোর্ট

২০০৬ সালে সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ ছিল। যে পদ্ধতিতে তৎকালীন বাম সরকার এই জমি অধিগ্রহণ করেছিল সেই পদ্ধতি বেআইনি। এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি ভি গোপাল গৌড়া ও বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ এমনই রায় দিলেন। আগামী ১২ সপ্তাহের মধ্যে সিঙ্গুরের অধিগৃহীত জমি কৃষকদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের তরফে জানান হয়, ওই জমিতে ন্যানো কারখানা হয়নি। কারখানা চলে গেছে গুজরাটে। এই অবস্থায় ওই জমি ফেলে রাখার কোনও মানেই হয়না। তাই যাঁদের জমি তাঁদের তা ফিরিয়ে দেওয়া হোক। গত ১০ বছরে ওই জমির কৃষকরা সুস্থভাবে জীবিকা নির্বাহ করতে পারেননি। তাই জমি অধিগ্রহণের পর কৃষকদের যে ক্ষতিপূরণ সরকার দিয়েছিল তাও তাঁদের ফেরত দিতে হবে না বলে রায় দিয়েছে আদালত। এমনকি যেসব কৃষক ক্ষতিপূরণের টাকা নেননি, তাঁদের কিছু পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশে দিয়েছে আদালত। এদিন টাটার আইনজীবী বলেন, যে জমি ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে সে জমি আর চাষযোগ্য নেই। সেকথা মেনে আদালত স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সিঙ্গুরের আশপাশের মৌজায় সমপরিমাণ চাষযোগ্য জমির খোঁজ নিতে। এদিন শীর্ষ আদালতের রায় শোনার পরই উৎসবের আবহ ছড়িয়ে পড়ে সিঙ্গুরে। দীর্ঘ অপেক্ষার পর এই রায়কে তাঁদের বড় জয় বলেই মনে করছেন কৃষকরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *