সানি লিওনের সঙ্গে সেলফি তুলতে চান? আর ক’টা দিন ধৈর্য ধরুন

সানি লিওন। প্রথম জীবনে সফল পর্নস্টার। পরে বলিউডে অভিনেত্রী হিসাবেও যথেষ্ট সফল। যেখানেই হাজির হন সেখানেই উপচে পড়ে ভিড়। ভিড়ের চাপ অনেক সময়ে বলিউডের হিরোইনদের জনপ্রিয়তাকেও ছাপিয়ে যায়। সেই সানি লিওনকে সামনে থেকে চোখের দেখা দেখতে যদি এই ভিড় জমে, তাহলে ভাবুন তাঁর সঙ্গে একটা সেলফি নিতে কী হতে পারে! দেশ বিদেশের বহু মানুষের মুখ ফুটে না বলা, অথচ বুকের মধ্যে তুফান তোলা সানির সঙ্গে একটা সেলফি তোলার অদম্য ইচ্ছাপূরণের সময় আগতপ্রায়। সূত্রের খবর, দিল্লির মাদাম তুসোর গ্যালারিতে এবার বসতে চলেছে সানি লিওনের মোমের মূর্তি। আর মাদাম তুসো যখন, তখন সেখানে বসানো মূর্তি তো আসলের থেকেও আসল লাগবে! তাই রক্ত মাংসের না হলেও মোমের সানির সঙ্গে সেলফির চাহিদা যে মাত্রা ছাড়াবে সে বিষয়ে নিশ্চিত সকলে।
ইতিমধ্যে মুম্বইতে উড়ে এসেছিলেন ব্রিটেনের মাদাম তুসোর শিল্পীরা। সানি লিওনের ২০০-র ওপর ছবি ও শরীরী মাপজোক নিয়ে গেছেন তাঁরা। সেসব ছবি ও মাপজোককে কাজে লাগিয়ে তাঁদের হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠবে সানির মোমের পুতুল। তারপর তা দিল্লির মাদাম তুসোয় অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, কেট উইনস্লেট, মিলখা সিং, মধুবালা, কপিল দেব, মেসিদের পাশে জায়গা করে নেবে। যার সঙ্গে সেখানে দেদার সেলফিও তুলতে পারবেন দর্শকরা। তাঁর মোমের মূর্তি তৈরি নিয়ে মাদাম তুসোর উদ্যোগে বেজায় খুশি সানি লিওনও।