সামনে এল পৃথিবীর সবচেয়ে বড় বেগুনি নীলকান্তমণি, ওজন শুনলে বিশ্বাস হবেনা
ভারত থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সামনে এল বিশ্বের সবচেয়ে বড় বেগুনি নীলকান্তমণি। যা বিক্রি আছে। দাম চড়তে পারে ৩৬৩৫ কোটি টাকা।
ভারত থেকে ঢিল ছোঁড়া দূরত্বের দেশের মাটিতে দেখা পাওয়া গেল পৃথিবীর সবচেয়ে বড় বেগুনি নীলকান্তমণির। যাঁর মালিকানাধীন সেটি তাঁর দাবি এর চেয়ে বড় বেগুনি নীলকান্তমণি পৃথিবীতে আর নেই। সেটা বিশেষজ্ঞেরা কার্যত মেনেও নিচ্ছেন। কারণ এই বিরলতম রত্নটির ওজন ৩ হাজার ৫৬৩ ক্যারেট। শুনলে যা বিশ্বাস নাও হতে পারে অনেকের।
মনে হতে পারে এত বড়ও হয়! হয় যে তা তো এখন চোখের সামনেই দেখা যাচ্ছে। একে বলা হয় পার্পল স্টার স্যাফায়ার। এটির দাম ৪০০ মিলিয়ন ডলার পর্যন্ত উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
শ্রীলঙ্কায় পাওয়া এই রত্নের মালিকরা অর্থাৎ স্টার অফ পিওর ল্যান্ড টিম সেটি বিক্রি করতে প্রস্তুত। ফলে তার দাম নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। ৪০০ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় ৩৬৩৫ কোটি টাকার চেয়ে কিছু বেশি।
ফলে এই রত্ন কেনা সহজ নয়। তবে এটি যে বিক্রি হয়েই যাবে, সে বিষয়ে নিশ্চিত প্রায় সকলেই। এই গোলাকার রত্নটির নামকরণও হয়ে গেছে। একে ডাকা হচ্ছে স্টার অফ পিওর ল্যান্ড বা বিশুদ্ধ ভূভাগের তারকা বলে।
নীলকান্তমণি সাধারণত নীল রংয়ের হয়। কিছু ক্ষেত্রে তার রং বেগুনিও হয়। তবে তা এত বড় চেহারায় দেখা যায়না। এই বিশাল আকারের জন্যই এই রত্নটি বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে।
এখন এটি কত দামে বিক্রি হয় সেদিকেই কৌতূহলের সঙ্গে চেয়ে আছেন বিশ্বের অনেক মানুষ। শ্রীলঙ্কার মানুষও তাদের এই রত্ন নিয়ে হইচই তারিয়ে উপভোগ করছেন।













