World

১৩০ বছর পর উদ্ধার হল ২ হাজার বছরের পুরনো মার্বেল পাথরের রহস্য

২ হাজার বছরের পুরনো একটি মার্বেল পাথরের পাতের মত টুকরো ১৩০ বছর ধরে হেলায় পড়ে ছিল। অবশেষে ২ হাজার বছর পুরনো সেই মার্বেলের সত্যটা উদ্ঘাটিত হল।

২ হাজার বছরের পুরনো একটি গ্রিক মার্বেল পাথরের টুকরো। প্রাচীন গ্রিসের এই মার্বেল পাথরটি উদ্ধার হয় ১৩০ বছর আগে। তখন সেই পাথরের ওপর কিছু লেখা ছিল এটা দেখা গেলেও তা যে কি তা নিয়ে কেউ মাথা ঘামাননি।

শুধু উদ্ধারের পর বলেই নয়, তারপর ১৩০ বছর ধরে সেটি সামনেই পড়ে থেকেছে। সাজানো থেকেছে মিউজিয়ামে। বহু মানুষ এসেছেন, দেখেছেন, চলেও গেছেন।


বিশেষজ্ঞেরাও সামনে দেখেছেন পাথরের এই খণ্ডটি। কিন্তু তা নিয়ে মাথা ঘামাননি। ফলে ১৩০ বছর ধরে স্কটল্যান্ড মিউজিয়ামে এই প্রস্তরখণ্ডটি শুধু সাজানোই থেকেছে।

১৩০ বছর পর ব্রিটিশ গবেষকদের হঠাৎ টনক নড়ে যে পাথরের ওপর কি লেখা রয়েছে তা নিয়ে গবেষণা করে দেখা দরকার। শুরু হয় গবেষণা।


আর তা করতে গিয়ে দেখা যায় পাথরের ওপর যা লেখা রয়েছে তা গ্রিক হরফে লেখা। আর যা লেখা তা একটি ইয়ারবুক ছাড়া আর কিছু নয়।

২ হাজার বছর আগে বিশেষ প্রশিক্ষণে সফল হওয়া সেই বছরের ছাত্রদের নাম তালিকাবদ্ধ রয়েছে ওই পাথরের ওপর। যে তালিকায় বেশ কয়েকজন ছাত্রের ডাকনামও লেখা আছে বলে মনে করছেন ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

তখন প্রশাসনিক কাজ ও সামরিক শিক্ষার জন্য ১ বছরের প্রশিক্ষণ হত। সেই প্রশিক্ষণ শেষে সফলদের নাম লিপিবদ্ধ করা হত এমন পাথরে। তেমনই একটি প্রস্তরখণ্ড এটি বলে জানাচ্ছেন গবেষকেরা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button