SciTech

আলু, নুন দিয়ে মঙ্গলগ্রহে তৈরি হবে বাড়ি, উপায় আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

শুনতে অবাক লাগতেই পারে তবে এটাই সত্যি যে আলু, নুন সহযোগে কোনও নতুন রান্না নয়, মঙ্গলগ্রহে বাড়ি বানানোর কৌশল বার করে ফেললেন বিজ্ঞানীরা।

পৃথিবী ছাড়াও অন্যত্র থাকার বন্দোবস্ত পাকা করতে চাইছেন বিজ্ঞানীরা। অন্যত্র বলতে তো আপাতত ২টি উপায়। এক চাঁদ অথবা মঙ্গলগ্রহ। লাল গ্রহ নিয়ে কার্যত প্রতিদিনই নতুন নতুন তথ্যে সমৃদ্ধ হচ্ছেন বিজ্ঞানীরা। লাল গ্রহকে চিনতে উঠেপড়ে লেগেছেন তাঁরা।

এখন প্রশ্ন হল মঙ্গলগ্রহকে যদি ভবিষ্যতে বাসযোগ্য করেও তোলা যায়, তাহলে সেখানে বাড়ি তৈরি হবে কিভাবে? কংক্রিটের বাড়ি তৈরি কি মঙ্গলের আবহাওয়াতেও সম্ভব? এবার তার রাস্তাও বার করে ফেললেন বিজ্ঞানীরা।

ব্রিটিশ বিজ্ঞানীরা এমন একটি কংক্রিট তৈরি করেছেন যা মঙ্গলগ্রহের আবহাওয়াতেও দিব্যি বাড়িকে শক্ত হাতে ধরে রাখতে সক্ষম। এই মহাজাগতিক কংক্রিট অবশ্য আশপাশে ওঠা বাড়ির কংক্রিটের মত নয়, একটু অন্যরকম। যাতে আলু এবং নুন লাগবে।

ব্রিটেনের ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যে কংক্রিট আবিষ্কার করেছেন তাঁরা তার নাম দিয়েছেন স্টারক্রিট। যা তৈরি করা হয়েছে মহাজাগতিক ধুলো, আলুর স্টার্চ ও এক চিমটে নুন দিয়ে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, আলুর স্টার্চ বাঁধুনির কাজ করছে। যা লাল গ্রহের ধুলোর সঙ্গে মিশে এতটাই শক্তিশালী কঠিন কংক্রিট তৈরি করছে যা মঙ্গলের মাটিতে বাড়ি তৈরি করতে সক্ষম।

প্রসঙ্গত যে বিজ্ঞানীদের দল এই কংক্রিট তৈরি করেছে, তারা এর আগেও অন্য গ্রহে বাড়ি বানানোর জন্য একটি বিশেষ ধরনের কংক্রিট তৈরি করেছিল। কিন্তু সেখানে বাইন্ডার বা বাঁধুনি হিসাবে লাগছিল মানুষের রক্ত এবং মূত্র। কংক্রিট বানাতে এত মানব রক্ত পাওয়া অসম্ভব। তাই সেই প্রকল্প বিশেষ গুরুত্ব পায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *