Sports

মারে-ওয়াটসনকে হারিয়ে পদকের আরও কাছে সানিয়া-বোপান্না


অলিম্পিকে পদক জয়ের আশা আরও উজ্জ্বল করলেন সানিয়া-বোপান্না জুটি। মিক্সড ডবলসে অ্যান্ডি মারে ও হিথার ওয়াটসন জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে সকলকে চমকে দিল ভারতের দুই টেনিস তারকার ‌যুগলবন্দি। এই জয়ের ফলে শুধু মনোবলের দিক থেকে অনেকটা এগিয়ে যাওয়াই নয়, তাঁদের পদক জয়ের সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে। এদিন ৬-৪, ৬-৪ সেটে জেতেন সানিয়া-বোপান্না। অন্যদিকে আশা জাগিয়েছেন ৭৫ কেজি মিডলওয়েট বক্সিংয়ে ভারতের বিকাশ কৃষ্ণনও। তুরস্কের সিপাল ওমরকে হারিয়ে শেষে আটে জায়গা করে নিয়েছেন তিনি। আর ১টা ম্যাচ জিততে পারলেই তাঁর পদক জয় নিশ্চিত। এদিকে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ কানাডার সঙ্গে ড্র করলেও ভারতীয় পুরুষ হকি দলের পদক জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *