Sports

রিও-তে বাদ রাশিয়ার অ্যাথলিটরা

রিও-র ট্রাক এণ্ড ফিল্ডে দেখা যাবে না রাশিয়ার কোনও অ্যাথলিটকে। এটা রাশিয়ার জন্য বড় ধাক্কা তো বটেই, এমনকি বিশ্বের অ্যাথলিটপ্রেমী মানুষ জনের কাছেও বড় ধাক্কা। কারণ অ্যাথলেটিক্সে রাশিয়ার খেলোয়াড়দের দক্ষতা বারবার বিশ্বকে অবাক করেছে। এই বিভাগ থেকে রাশিয়াই অনেকগুলি পদকও ছিনিয়ে আনে। কিন্তু কেন? ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি গত বছর একটি রিপোর্টে জানান, রাশিয়া জুড়ে একটি ডোপিং চক্র কাজ করছে। যেখানে নাকি প্রশাসনেরও প্রচ্ছন্ন মদত রয়েছে। এরপরই অ্যাথলেটিক্সের আন্তর্জাতিক সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয় রিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না রাশিয়ার অ্যাথলিটরা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হয় রাশিয়ার অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সে দেশের ৬৮ জন অ্যাথলিট। কিন্তু সেখানেও আগের নির্দেশ বহাল থাকে। রাশিয়া অংশ নিতে পারবে না বলেই জানিয়ে দেয় ক্যাস। এরপরই রিও অলিম্পিকের ট্রাক অণ্ড ফিল্ডে রাশিয়ার অংশগ্রহণের সম্ভাবনা শেষ হয়ে যায়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *