Sports

রিওতে সাক্ষীর হাত ধরে ভারতের মুখরক্ষা

অবশেষে ভারতের পদকের খরা কাটল। মহিলাদের ৫৮ কেজি বিভাগে কুস্তিতে ব্রোঞ্জ জিতে নিলেন ভারতের সাক্ষী মালিক। হরিয়ানার রোহতকের এই তরুণীর হাত ধরে পদকের খরা কাটায় গোটা ভারত উচ্ছ্বসিত। সোনা জয়ের সম্মানই পাচ্ছেন সাক্ষী। অলিম্পিকের ১৩ তম দিনে এসে এই পদকপ্রাপ্তি ভারতের মুখরক্ষা করেছে। এতেই খুশি ভারতবাসী। সোশ্যাল সাইটগুলোতে প্রশংসার ঢল নেমেছে। টানটান উত্তেজনার ম্যাচে কিরগিজস্তানের তাইনিবেকোভাকে হারান সাক্ষী। তবে জয়টা সহজ ছিলনা। প্রথমে ০-৫ পয়েন্টে পিছিয়ে ছিলেন ভারতীয় কুস্তিগির। কিন্তু শেষ ২ রাউন্ড ছিল দেখবার মতন। স্কিলের সাক্ষর রেখে ক্রমশ ব্যবধান কমান সাক্ষী। অবশেষে ফাইনাল বাউটে জিতে ভারতের জন্য ব্রোঞ্জ পদক এনে দেন তিনি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button