National

মন কি বাত-এ রিও-র জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দেশে প্রযুক্তির উন্নয়ন জরুরি। দৈনন্দিন জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পেতে নতুন নতুন আবিষ্কারের দরকার। প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে দেশের ছোট থেকে বড় সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় তা দেখতে হবে দেশের নতুন প্রজন্মকেই। রবিবার মন কি বাত অনুষ্ঠানে এভাবেই দেশের নতুন প্রজন্মকে আবিষ্কারে মনোনিবেশের জন্য উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন প্রজন্ম যদি প্রযুক্তি,গবেষণা, আবিষ্কারে মন দেয় তবে সেটাই হবে প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের প্রতি সেরা শ্রদ্ধার্ঘ্য। পাশাপাশি অগাস্টে শুরু হতে চলা রিও অলিম্পিকের জন্য ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানান তিনি। রিও অলিম্পিকের প্রাক্কালে ভারতীয় ক্রীড়াবিদদের উদ্বুদ্ধ করতে পঞ্জাবের এক কবির পাঠানো একটি কবিতাও পাঠ করে শোনান প্রধানমন্ত্রী। রিওতে দেশের মুখ উজ্জ্বল করার আহ্বান জানান তিনি। দেশ জুড়ে এখন ভরা বর্ষা। কৃষি প্রধান ভারতে ভাল বর্ষার প্রয়োজনীয়তার কথা এদিন মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বর্ষার কারণে বিভিন্ন জায়গায় বন্যায় মানুষের দুর্দশার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। মনে করিয়ে দেন বর্ষার সময় জলবাহিত রোগের প্রকোপ থেকে মুক্তির ব্যবস্থা মানুষকে নিজেকেই করতে হবে। উদাহরণ হিসাবে জেঙ্গির প্রকোপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন টিভিতে সচেতনতা প্রসারে বিজ্ঞাপন চলছে। মানুষকে সচেতন হতে হবে। চোখ খোলা রাখতে হবে। জমা পরিস্কার জল ডেঙ্গির আঁতুড়ঘর। তাই পরিস্কার জল বা বর্ষার জল জমে থাকতে দেওয়া যাবে না। সেদিকে নজর রাখতে হবে এলাকার বাসিন্দাদেরই। মন কি বাত অনুষ্ঠানে যাওয়ার আগে এদিন প্রধানমন্ত্রী ধ্যানচাঁদের প্রতিকৃতিতে মাল্যদান করেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *