
রিও অলিম্পিকে রোয়িংয়ে পুরুষদের সিঙ্গল স্কালসে ভারতকে পদকের স্বপ্ন দেখাতে শুরু করলেন দাত্তু বাবান ভোকানাল। এদিন হিট থেকে শেষ আটে পৌঁছে গেলেন তিনি। কোয়ার্টার ফাইনালে শক্ত প্রতিপক্ষ। কিন্তু দাত্তু ফর্মে থাকায় ভারত এই ইভেন্ট থেকে পদক জয়ের স্বপ্ন দেখতেই পারে। এদিকে মহিলাদের ১০০ মিটার এয়ার রাইফেলে চরম ব্যর্থ ভারতের দুই প্রতিদ্বন্দ্বী অপূর্বী চান্ডিলা ও অয়নিকা পাল। কোয়ালিফাইং রাউন্ড থেকেই ছিটকে গেছেন দুজন। এবারের অলিম্পিকের প্রথম স্বর্ণ পদকটি ঝুলিতে পুরেছে আমেরিকা। পদক তালিকার শীর্ষে রয়েছে তারা।