National

উনায় দলিত পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল

বৃহস্পতিবার উনায় নিগৃহীত দলিত যুবকদের পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। প্রায় ৪০ মিনিট সেখানে কাটান রাহুল। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। এধরণের ঘটনা কড়া ভাষায় নিন্দা করেন তিনি। তাঁর দিক থেকে যতরকমভাবে তাঁদের সাহায্য সম্ভব তা তিনি করবেন বলেও নিগৃহীত দলিত পরিবারগুলিকে আশ্বাস দেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা কুমারি সেলজা ও গুরুদাস কামাট। নিগৃহীতদের পরিবারের সদস্যদের সঙ্গে বসে চা খেতে খেতে কথা হয় রাহুলের। এদিকে দলিত ইস্যুতে এদিনও থমথমে উনা সহ গোটা সৌরাষ্ট্র। বৃহস্পতিবারও দলিত যুবকদের নিগ্রহের ঘটনায় কয়েকটি জায়গায় বিক্ষোভ প্রদর্শন হয়। গত ১১ জুলাই সৌরাষ্ট্র এলাকার উনার মোতা সামাধিয়ালা গ্রামে মৃত গরুর ছাল ছাড়ানোর অভিযোগে ৪ যুবককে গণপ্রহার করা হয়। এতে রাজ্য জুড়ে ক্ষোভে ফেটে পড়েন দলিতরা। শেষ এক সপ্তাহে রাজ্যে ১১ জন যুবক প্রতিবাদে আত্মহত্যার চেষ্টা করেন। যারমধ্যে ১ যুবকের মৃত্যুও হয়। এরপরই দলিত বিক্ষোভ চরম আকার ধারণ করে। এই ইস্যুতে গত বুধবার সংসদও উত্তাল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button