National

নদীর ওপর আলাদা হয়ে গেল রাজধানীর ২টি কামরা

কথজোড়ি নদীর ওপর দিয়েই যাতায়াত করে ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস। ট্রেন ভুবনেশ্বর ছাড়ার পর এই কথজোড়ি নদীর ব্রিজ ধরেই রাজধানী এগিয়ে যায় কটকের দিকে। মঙ্গলবারও নির্দিষ্ট সময়েই ট্রেন ছাড়ে। ট্রেন ভুবনেশ্বর ছাড়ে সকাল সাড়ে ৯টায়। কাথজোড়ি নদীর ওপর ট্রেনটি পৌঁছনোর পর তা ব্রিজ ধরে এগিয়ে যাচ্ছিল। এমন সময় আচমকাই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে পড়ে গাড়ি। নিচে অথৈ জল। তার ওপর ব্রিজে ট্রেন দাঁড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দাঁড়িয়ে পড়ার কারণও মারাত্মক। দেখা যায় রাজধানী এক্সপ্রেসের বি ৩ ও বি ৪ কামরা আলাদা হয়ে গেছে। তাও আবার হয়েছে ব্রিজের ওপরই। দ্রুত রেল আধিকারিকরা ব্যবস্থা নেন। ট্রেনটিকে কটকে নিয়ে আসা হয়। আলাদা হওয়া ২টি কামরাই বদলে দেওয়া হয়। রেল কর্তৃপক্ষ কোনও ঝুঁকি নিতে রাজি ছিলেন না। তারপর পুরো ট্রেন পরীক্ষা করে ফের তা দিল্লির উদ্দেশ্যে রওনা করা হয়। কটক থেকে ট্রেন ছাড়ে দুপুর ২টা ৪০ মিনিট নাগাদ।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

কেন এমন ঘটনা ঘটল? তা এখনও পরিস্কার নয়। রেলের তরফে একটি তদন্ত কমিটি গড়া হয়েছে। যাদের ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে বা যাদের ক্ষেত্রে গাফিলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *