National

রাজধানীর টিকিট কনফার্ম না হলে বিমানে দিল্লি

Rajdhani Expressরাজধানীর টিকিট কনফার্ম না হলেও দিল্লি পৌঁছতে সমস্যা‌য় পড়তে হবে না যাত্রীদের। জুনের প্রথম সপ্তাহ থেকে রাজধানীর টিকিট কনফার্ম না হলে মিলবে বিমানে দিল্লি উড়ে যাওয়ার নিশ্চিত টিকিট। এয়ার ইন্ডিয়া ও আইআরসিটিসি-র মধ্যে এমনই চুক্তি হয়েছে। ফলে যদি কোনও ব্যক্তির শেষ পর্যন্ত রাজধানীর এক্সপ্রেসের টিকিট কনফার্ম না হয় তবে তিনি রাজধানীর এসি প্রথম শ্রেণির ভাড়ায় এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমানে চড়ে বসতে পারবেন। যদি তিনি রাজধানীর এসি প্রথম শ্রেণির যাত্রী না হয়ে থাকেন তাহলে যে শ্রেণির টিকিট তাঁর রয়েছে তার থেকে কিছু টাকা অতিরিক্ত গুনতে হবে। অর্থাৎ এসি প্রথম শ্রেণির ভাড়ার টাকাটা তাঁকে মিটিয়ে দিতে হবে। তাহলেই আর কোনও চিন্তা থাকবে না। ফলে আগামী দিনে রাজধানীর টিকিট কাটার পরও তা কনফার্ম না হলে দিল্লি পৌঁছনো নিয়ে কোনও চাপ থাকছে না যাত্রীদের।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button