Durga Pujo

লালাবাগান সর্বজনীনের মণ্ডপে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাপের আয়না

এবার ৭০ তম বর্ষে লালাবাগান সর্বজনীনের পুজো। বিগত কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই পুজো। বেশ কয়েকটি পুরস্কারও কয়েক বছরে ঝুলিতে এসেছে এই পুজোর। এবারও একটি নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছে তারা। এবার মণ্ডপ তৈরির মুল উপকরণ আয়না বা দর্পণ। মণ্ডপ জুড়ে দেখা যাবে নানান মাপের আয়না। আসলে বোধন থেকে দশমী পর্যন্ত ৫ দিনের দেবী আরাধনায় দর্পণ পুজোর এক অন্যতম উপকরণ। তাই এবার আয়নাকে ব্যবহার করা হচ্ছে এই পুজোয়। এবারে তাদের থিম ‘দর্পণে অর্পণ’।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বিভিন্ন আকারের আয়না ব্যবহার করে নির্মিত শিশ মহল পেরিয়ে মণ্ডপে ঢুকবেন দর্শকরা। রঙিন কাঁচে আলো প্রতিফলিত হয়ে এক ঝলমলে পরিবেশ তৈরি হবে। বিভিন্ন আয়নায় দেখা যাবে দেবীর মুখ। এখানে প্রতিমা সনাতনি। এছাড়া এবারের লালাবাগানের পুজোর অন্যতম আকর্ষণ এখানে দেবী সজ্জিত হবেন রুপোর গয়নায়। আলোকসজ্জায় ব্যবহার করা হচ্ছে এলইডি লাইট এবং পুরনো আলো। সব মিলিয়ে একটা আলো ঝলমলে পুজো উপহার দিতে চলেছে লালাবাগান সর্বজনীন। পুজোর উদ্বোধন হবে চতুর্থীর দিন। এবারে পুজোর বাজেট সাড়ে ৫ লক্ষ টাকা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *