Business

৪ দিনে ৬০০ কোটি, দুর্গাপুজোয় মদ বিক্রির রোজগারে বেজায় খুশি নবান্ন

কেবল দুর্গাপুজোর ৪ দিনে যা মদ বিক্রি হয়েছে রাজ্যে তাতে খুশি রাজ্য অর্থ দফতর। যে টাকা রোজগার হয়েছে মাত্র ৪ দিনে তা কার্যত এক রেকর্ড।

দুর্গাপুজোর ৪ দিনে রাজ্যে উৎসবের মেজাজে মদ বিক্রি যেভাবে বেড়েছে তা চমকে দিয়েছে। দুর্গাপুজোর ছুটি শেষ করে গত সোমবার সব অফিস খুলেছে। তারপরই হিসাব হয় এর মধ্যে রাজ্যসরকারের যাবতীয় রোজগার। যার মধ্যে রাজ্য দুর্গাপুজোর ৪ দিনে মদ বিক্রি থেকে কত রোজগার করতে পেরেছে তাও হিসাব হয়।

সেই অঙ্ক সামনে আসতে রীতিমত খুশি রাজ্য অর্থ দফতর। রাজ্যের কোষাগারে কেবল দুর্গাপুজোর ৪ দিনে মদ বিক্রি থেকে এসেছে ৬০০ কোটি টাকা। রাজ্য আবগারি দফতর এই টাকা মদ বিক্রি থেকে রোজগার করেছে। যা অবশ্যই রাজ্য কোষাগারে গিয়েই পড়েছে।

এ রাজ্যে অক্টোবর মাস থেকে জানুয়ারি মাসের মধ্যে মদ, বিয়ার বিক্রিতে সবচেয়ে বেশি রোজগার করে সরকার। এই সময়টা উৎসবের মরসুম।

দুর্গাপুজোর পর আসে কালীপুজো ও দিওয়ালী। তারপর বছর শেষে টানা এক সপ্তাহ ধরে চলে বছর শেষের উৎসব। বড়দিন থেকে শুরু করে যা চলে পয়লা জানুয়ারি পর্যন্ত।


সরকারি হিসাব বলছে এই অক্টোবর থেকে জানুয়ারিতেই সবচেয়ে বেশি টাকা রোজগার হয় মদ বিক্রি থেকে। চলতি অর্থবর্ষে রাজ্য সরকার মদ বিক্রি থেকে ১৭ হাজার ৯২১ কোটি টাকা রোজগারের লক্ষ্যমাত্রা স্থির করেছে। এর মধ্যে ইতিমধ্যেই কোষাগারে ৮ হাজার কোটি টাকা এসে গেছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button