World

ছড়াচ্ছে করোনা, ৩ মাসে জেল মুক্ত ১৫ হাজার বন্দি

করোনা ছড়িয়ে পড়ার কথা মাথায় রেখে গত ৩ মাসে ১৫ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হল জেল থেকে।

ম্যানিলা : জেলে কম জায়গার মধ্যেই অনেক বন্দির বাস। ফলে সেখানে করোনা সংক্রমণের সম্ভাবনা থেকেই যাচ্ছে। একবার কারও করোনা হলে বাকিদের মধ্যে দ্রুত ছড়ানোর সম্ভাবনা থাকছে। তাই সেসব কথা মাথায় রেখে গত ১৭ মার্চ থেকেই ফিলিপিন্সের জেলগুলি থেকে বন্দিদের মুক্ত করা শুরু হয়েছিল। ধাপে ধাপে মুক্তি দেওয়া হয় বন্দিদের। তবে বেছে বেছে।

১৭ মার্চ থেকে ২২ জুনের মধ্যে ১৫ হাজার বন্দিকে করোনা অতিমারির কথা মাথায় রেখে জেল থেকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ফিলিপিন্সের কারা বিভাগ। তবে বেছে বেছে মুক্তি দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বয়স্ক বন্দিরা। তাদের এই ৩ মাসের মধ্যে মুক্তি দেওয়া হয়েছে। আর দেওয়া হয়েছে সহজেই জামিন পেয়ে যাবে এমন বন্দিদের। সব মিলিয়ে সংখ্যাটা ১৫ হাজার ৩২২ জন।

ফিলিপিন্সেও করোনা থাবা বসিয়েছে। সেখানে সাধারণ মানুষের পাশাপাশি গত ৩ মাসে দেশের বিভিন্ন জেল মিলিয়ে ৭৮৩ জন বন্দি করোনা সংক্রমণের শিকার হয়েছে। যার মধ্যে ৫৪৯ জন সুস্থও হয়ে উঠেছে। ফিলিপিন্সে এখনও পর্যন্ত ৩৮ হাজার ৮০৫ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। যার মধ্যে ১ হাজার ২৭৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৬৭৩ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *