Lifestyle

বিশ্বের ১টি দেশে কন্ডোম নিষিদ্ধ, ৫টি দেশ উৎসাহ দেয়না কন্ডোম ব্যবহারে

বিশ্বে এমন একটি দেশ রয়েছে যেখানে আইনতই কন্ডোম ব্যবহার নিষিদ্ধ। আবার এমন ৫টি দেশ রয়েছে যেখানে কন্ডোম ব্যবহার আইনত না হলেও প্রায় নিষিদ্ধই বলা যায়।

জনসংখ্যা নিয়ন্ত্রণে কন্ডোমের ভূমিকা অনস্বীকার্য। ভারতের মত দেশে তো কন্ডোম ব্যবহারে উৎসাহ দেওয়া হয়। অন্য অনেক দেশেই দেশবাসীর কন্ডোম ব্যবহার নিয়ে সরকারের কোনও আপত্তি নেই। অনেক দেশে এটি ব্যবহারের প্রয়োজনীয়তা বুঝিয়ে প্রচারও হয়। কিন্তু এই পৃথিবীতেই এমন ১টি দেশ রয়েছে যেখানে কন্ডোম ব্যবহার একেবারে আইনত নিষিদ্ধ।

আর সে দেশ ভারতের খুব কাছেই অবস্থিত। আফগানিস্তান এমন এক দেশ যেখানে সরকার কন্ডোম ব্যবহার নিষিদ্ধ করেছে। ফলে সে দেশে কন্ডোম ব্যবহার আইনত দণ্ডনীয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

আফগানিস্তানে আইনি বাধা থাকলেও এমন ৫টি দেশ রয়েছে যেখানে আইন করে বাধা দেওয়া না হলেও কন্ডোম ব্যবহারে কোনও উৎসাহ দেওয়া হয়না। কন্ডোম ব্যবহারে কোনও উৎসাহ দেয় না ইন্দোনেশিয়া সরকার।

আবার কিম জং উনের দেশ উত্তর কোরিয়া সরকার চায় দেশে জনসংখ্যা বৃদ্ধি। তাই তারা কন্ডোম ব্যবহারে একেবারেই উৎসাহ দেয়না। সে দেশে কন্ডোম তৈরিও হয়না। তবে কেউ যদি নিজের ইচ্ছায় ব্যবহার করেন তাহলে সরকার তাতে বাধা দিতে যায়না।

ফিলিপিন্স এমন এক দেশ যেখানে কন্ডোম ব্যবহার নিয়ে সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও সেখানে কন্ডোম ব্যবহারের চল প্রায় নেই। জাম্বিয়ায় আবার কন্ডোম ব্যবহার নিষিদ্ধ না হলেও সেখানে কেউ তা ব্যবহার করলে তাঁকে দুর্বল চরিত্রের বলে মনে করা হয়। ফলে সামাজিক দিক থেকে কন্ডোম নিয়ে সেখানে এক ধরনের বাধাই রয়েছে।

নাইজেরিয়ায় আবার কন্ডোম ব্যবহার কেউ করতে চাইলে তা বেআইনি নয়, কিন্তু কেউ যদি কন্ডোমের পক্ষে প্রচার করার বা বুঝিয়ে বেড়ানোর চেষ্টা করেন তাহলে তা আইনত দণ্ডনীয়।

Show More

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *