Health

ফের ফিরে আসছে অতিমারি, সতর্ক করে তৈরি থাকতে বলল হু

ফের আসছে অতিমারির সেই কালো দিন। এবার অতিমারি আরও চরম আকার নেবে। সতর্কবার্তা দিয়ে সকলকে তৈরি থাকতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।

কিছুদিন আগেই হু জানিয়েছিল, কোভিড-১৯ আর স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থার মধ্যে পড়ছে না। কার্যত অতিমারি যে শেষ তার একটা ইঙ্গিত হু-এর বার্তায় খুঁজে নিয়েছিলেন সকলে। কিন্তু সেই হু কিছুদিনের ব্যবধানেই একদম অন্য সতর্কবার্তা দিল।

হু প্রধান টেডরস এধেনম গেব্রিয়েসস জানিয়েছেন, কোভিড-১৯ শেষ হওয়া থেকে এখনও অনেক দূরে। একটি নতুন প্রকার ক্রমশ বিস্তার লাভ করছে। যা ছড়িয়ে পড়লে যা আরও ভয়ংকর এক অতিমারির মুখে ফেলবে বিশ্বকে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

তা ছড়িয়ে পড়ার আগেই তাই সংশ্লিষ্ট মহলকে সতর্ক থাকতে বললেন হু প্রধান। যা আগাম ব্যবস্থা গ্রহণ করার, তাও নিয়ে নিতে বললেন তিনি। আর তা নিতে যেন কেউ দেরি না করে তারও বার্তা দিলেন হু প্রধান।

টেডরস এধেনম গেব্রিয়েসস-এর মতে, যে প্যাথোজেনটি ক্রমশ বিস্তার লাভ করছে তা আগের সব প্রকারের চেয়ে মারাত্মক হতে চলেছে। ফলে ফের অতিমারি ফিরতে পারে। আর তা আরও ভয়ংকর রূপে ফিরতে পারে।

করোনার প্রকোপ কাটিয়ে বিশ্ব ফের একটা ছন্দে ফিরেছে। স্বাভাবিক হয়েছে জনজীবন। সেখানে ফের একটা অতিমারির মোকাবিলা করতে প্রস্তুতই নয় বিশ্ব বলে মনে করছেন অনেকে।

সবচেয়ে বড় চিন্তা অর্থনীতি। করোনা বহু মানুষের উপার্জন কেড়ে নিয়েছে। ফের একটা অতিমারির পর আরও বড় অর্থনৈতিক দোলাচলে পড়তে পারে দুনিয়া বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *