Kolkata

উদ্ধার হওয়া টাকা তাঁর নয়, ১ বার নয় ৩ বার বললেন পার্থ

এর আগেই তিনি জানিয়েছিলেন তিনি ষড়যন্ত্রের শিকার। এদিন জানালেন উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। তবে নাটকীয় ভঙ্গিতে। যাতে অধৈর্য মানসিকতাই উঠে এসেছে।

প্রতি ৪৮ ঘণ্টায় একবার করে পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। আদালত এই নির্দেশ দেয় ইডি-কে। সেই নির্দেশ মেনে জোকা ইএসআই-তে প্রতি ২ দিনে ১ বার করে পার্থবাবুকে নিয়ে হাজির হচ্ছেন ইডি আধিকারিকরা। আর সেই স্বাস্থ্য পরীক্ষার সময় হাসপাতালে হাজির থাকছে সংবাদমাধ্যমও। কারণ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ আর নেই।

গতদিন প্রথম মুখ খুলে পার্থ জানিয়েছিলেন তিনি ষড়যন্ত্রের শিকার। রবিবার হাসপাতালে ঢোকার সময় জানান তাঁর কোনও টাকা নেই। তবে তাঁর ঢোকার সময়ের বক্তব্য ম্লান হয়ে যায় হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষার পর বার হওয়ার সময় তাঁর দেওয়া উত্তরে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

হাসপাতাল থেকে বার হওয়ার সময় সাংবাদিকরা পার্থবাবুকে প্রশ্ন করেন, উদ্ধার হওয়া টাকা কার? এবার অনেকটাই উত্তেজিত দেখায় পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি বলেন তাঁর নয়।

তবে এই তাঁর নয় কথাটা তিনি ৩ বার পরপর বলেন। তিনি বলেন, তাঁর নয়, তাঁর নয়, তাঁর নয়। এভাবে দেওয়া উত্তরে কিছুটা অবাক হন সাংবাদিকরা।

পার্থবাবুর ধৈর্যের বাঁধ যে ভাঙছে তা এই উত্তর থেকেই পরিস্কার। তিনি যে সুস্থ নন, সেকথাও এদিন জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতিতে ইডি-র হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়।

যে ঘটনার পর তৃণমূল কংগ্রেস তাঁকে বহিষ্কার করার পাশাপাশি তাঁর মন্ত্রিত্ব সহ সব পদ কেড়ে নিয়েছে। এদিকে আরও টাকা পাওয়া যাবে বলেই মনে করছেন ইডি আধিকারিকরা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *