Entertainment

রানি পদ্মাবতী সবার সামনে নাচেননি, অভিযোগ রাজপুত রমণীদের

১৬ হাজার রাজপুতানিদের নিয়ে জহরব্রত পালন করেছিলেন পদ্মাবতী। সেই মহান রানির অপমান হলে তার দ্বিগুণ রাজপুত রমণী পথে নামবেন। সঞ্জয় লীলা বনশালিকে এভাবেই কড়া হুঁশিয়ারি দিল রাজস্থানের নারী সংগঠনগুলি। শুক্রবার রাজপুত ঘরানার নারীদের বিভিন্ন সংগঠন ‘পদ্মাবতী’ সম্পর্কে তাদের মুখ খোলে। তাদের দাবি, ভাল ঘরের মেয়েরা সবার সামনে নাচেন না। আর একজন রাজপুত রমণী তো কখনই এমনটা করেন না।

পদ্মাবতী সিনেমায় দীপিকা পাড়ুকোনের ‘ঘুমর’ নাচের দৃশ্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘুমর গানের ঠুমকায় মুগ্ধ বিখ্যাত পপ গায়িকা শাকিরার নাচের ভিডিও এরমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই গানের দৃশ্য নিয়ে এবার মুখ খুললেন জহরব্রতের দেশের নারীরা। একজন সম্ভ্রান্ত রমণীর চরিত্রকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করে রীতিমত ক্ষোভ উগড়ে দেন ক্ষত্রাণি সংকল্প সংগঠনের সদস্যরা। ইতিহাস বিকৃতির অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার প্রতিবাদে বৃহত্তর আন্দোলন করার হুমকি দিয়েছে ঐ নারী সংগঠন। তাদের বক্তব্যের একটি লিখিত অভিযোগ এরমধ্যে তারা জমা দিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের কাছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

সঞ্জয় লীলা বনশালি পরিচালিত পদ্মাবতী সিনেমায় রানি পদ্মাবতীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। সিনেমার ট্রেলার সামনে আসার পর থেকেই বিতর্কে জেরবার পদ্মাবতী। এত বিতর্কের মধ্যেও যে সম্প্রদায়ের বীরত্বের ইতিহাস নিয়ে চলচ্চিত্রটি তৈরি হয়েছে, সেই সম্প্রদায়ের নারীরা এতদিন চুপ ছিলেন। তাঁরাও এবার পথে নামায় বিষয়টি অন্য মাত্রা পেল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *