World

ওমিক্রনের জেরে ফের দেশে দেশে শুরু লকডাউন

ওমিক্রন যে কতটা চিন্তার কারণ হচ্ছে তা আগেই স্পষ্ট করেছিল হু। হাতেনাতে প্রমাণও মিলছিল। এবার একের পর এক দেশে শুরু হচ্ছে লকডাউন।

২০২০ সালে করোনা ছড়িয়ে পড়ার পর বিশ্বের সিংহভাগ দেশে শুরু হয়ে গিয়েছিল লকডাউন। স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন। তারপর ধীরে ধীরে করোনার সঙ্গে লড়তে শিখেছে মানুষ। কিন্তু হারাতে পারেনি। তাই শুরু হয়েছিল সহাবস্থান।

সেই পরিস্থিতি বজায় রেখে টিকা, মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্বের মত বিষয়কে হাতিয়ার করে মানুষ ফিরছিলেন স্বাভাবিক জীবনে। কিন্তু বাধ সাধল ওমিক্রন। আর সেই ওমিক্রন এত দ্রুত বিশ্ব ত্রাসে পরিণত হয়েছে যে এখন নতুন করে করোনা আতঙ্ক পেয়ে বসেছে বিভিন্ন দেশকে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

ইউরোপে ওমিক্রন এত দ্রুত ছড়াচ্ছে যে সেখানে একের পর এক দেশে লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে। আগেই লকডাউনের পথে হেঁটেছিল অস্ট্রিয়া। এবার সেই পথেই হাঁটল নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী নিজেই লকডাউনের ঘোষণা করেন। রবিবার সেখানে স্থানীয় সময় ভোর ৫টা থেকে লকডাউন শুরু হয়েছে।

নেদারল্যান্ডসে ওমিক্রনের হাত ধরে করোনার পঞ্চম ঢেউ আছড়ে পড়েছে। প্রতিদিন হুহু করে বাড়ছে সংক্রমণ। সবই ওমিক্রনে আক্রান্ত।

এত দ্রুত সেখানে ওমিক্রন ছড়াচ্ছে যে প্রধানমন্ত্রী জানিয়েছেন তাঁর আর কিছুই করার ছিলনা। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে লকডাউন বজায় থাকবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

নেদারল্যান্ডসের পর এবার কোন দেশ লকডাউনের পথে হাঁটবে? অবশ্যই এ প্রশ্ন উঠছে। কারণ ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আয়ারল্যান্ড, একের পর এক দেশে ওমিক্রন এত দ্রুত ছড়াচ্ছে যে তাদেরও লকডাউনের পথে হাঁটা ছাড়া গতি নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *