National

ব্রিজ তৈরি বন্ধ করতে যন্ত্রপাতিতে আগুন ধরাল মাওবাদীরা

তৈরি হচ্ছে ব্রিজ। কাজ চলছে। হরকাতওয়া নদীর ওপর তৈরি হচ্ছে ব্রিজটি। বহু মানুষের উপকারে লাগবে এই ব্রিজ। অনেক দিনের প্রয়োজন। অবশেষে সেই ব্রিজ যখন তৈরি শুরু হল তখন তার কাজ রুখে দিতে উঠে পড়ে লাগল মাওবাদীরা। বৃহস্পতিবার ব্রিজ তৈরির মশলা তৈরির মিক্সচার মেশিন, জেনারেটরে আগুন ধরিয়ে দেয় তারা। আগুন দেওয়া হয় একটি গাড়িতেও।

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডি জেলার বন্দ পঞ্চায়েতের একটি ক্যাম্প অফিসে। এখানেই ব্রিজ তৈরির যন্ত্রাংশগুলি রাখা ছিল। প্রয়োজনমত কাজে লাগানোর জন্য। সেখানেই হানা দেয় ১৫ থেকে ২৫ জনের একটি মাওবাদী গেরিলা দল। তারা যন্ত্রগুলিতে আগুন ধরিয়ে দেয়। তারপর সেখান থেকে চম্পট দেয়।

কিন্তু কেন এমন করল মাওবাদীরা? পুলিশ জানাচ্ছে মাওবাদীরা এখানে ‘প্রোটেকশন মানি’ চেয়েছিল। কিন্তু তাদের সেই টাকা দিতে চায়নি নির্মাণকারী সংস্থা। তাই ব্রিজ তৈরি বন্ধ করতে যন্ত্রাংশেই আগুন ধরিয়ে দিল তারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মাওবাদীদের খোঁজে তল্লাশিও চলছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button