National

কাকভোরে ঘন জঙ্গলে গুলির লড়াই, ১৩ জনকে শেষ করল কমান্ডো

তখন সবে ভোর হয়েছে। ঘন জঙ্গল সবে জেগে উঠছে পাখির ডাকে। চারিদিক নিস্তব্ধ। তার মধ্যেই আচমকা শুরু হয় গুলির লড়াই। কমান্ডোদের গুলিতে শেষ ১৩ মাওবাদী।

কাকভোরের জঙ্গলের সবে ঘুম ভেঙেছে। ঘন সবুজ বনানী সূর্যের হাল্কা কিরণে জেগে উঠছে নতুন উদ্যমে। পাখিদের কলরব চারিদিকে। সে সময় জঙ্গলের মধ্যেই বসেছিল মাওবাদীদের গোপন বৈঠক। যে বৈঠকের খবর পৌঁছয় পুলিশের কাছে।

দ্রুত মহারাষ্ট্র পুলিশ ও পুলিশের সি-৬০ কমান্ডো বাহিনী গড়চিরোলির জঙ্গলে মাওবাদীদের সেই বৈঠকের জায়গায় পৌঁছে যায়। ঘিরে ফেলে চারিদিক থেকে।

বেগতিক বুঝে মাওবাদীরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় কমান্ডো। শুরু হয় ২ পক্ষে গুলির লড়াই। যা জঙ্গলের শান্তিকে নিমেষে তছনছ করে দেয়।

এই গুলির লড়াই প্রায় ১ ঘণ্টা স্থায়ী হয়। তারপর অবশ্য মাওবাদীরা আর সেখানে থাকেনি। লড়াইও চালাতে পারেনি। পালিয়ে মাওবাদীদের বেশ কয়েকজন জঙ্গলেই গা ঢাকা দেয়।

জঙ্গলে তাদের খোঁজে তল্লাশি চলছে। কমান্ডোরা খোঁজ করতে গিয়ে ১৩টি দেহের খোঁজ পান জঙ্গলে। যাদের কমান্ডোদের গুলিতে মৃত্যু হয়।

এই ১৩ মাওবাদী ছাড়াও ঘন জঙ্গলে আর কোনও মাওবাদীর দেহ পড়ে আছে কিনা তা তল্লাশি করে দেখছে পুলিশ। নিকেশ হওয়া ১৩ মাওবাদীর মধ্যে ৭ জন মহিলা।

মাওবাদীদের বিরুদ্ধে এদিন বড়সড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ। মাওবাদী দমনে লাগাতার চেষ্টা চালাচ্ছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More