Kolkata
হাওড়ায় মমতার প্রচারে জনসমুদ্র

রবিবাসরীয় বিকেলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমজমাট প্রচারে উপচে পড়ল ভিড়। এদিন শালিমার থেকে সালকিয়া পর্যন্ত মিছিল করেন মমতা। প্রথমে শালিমার থেকে পিলখানা পর্যন্ত মিছিল হওয়ার কথা থাকলেও পরে সেই রুট কিছুটা বদল করা হয়। মিছিলে পা মেলান হাওড়ার ১৬টি কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা। ছিলেন তৃণমূল প্রার্থী বৈশালী ডালমিয়া, লক্ষ্মীরতন শুক্লার মত তারকারা। এদিনের মিছিল একসময়ে জনসমুদ্রের আকার নেয়। মিছিলে হাঁটতে হাঁটতেই হাওড়ার মানুষজনের সঙ্গে কুশল বিনিময় সারেন তৃণমূল নেত্রী। এদিনের মিছিলে প্রার্থীরা ছাড়াও সামিল হন দলের কয়েক হাজার কর্মী সমর্থক।