Sports

পুনের অধিনায়ক পদ থেকে অপসারিত ধোনি

আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টসের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হল মহেন্দ্র সিং ধোনিকে। সোমবার আইপিএলের আগামী মরশুমের নিলাম। তার কয়েক ঘণ্টা আগে এত বড় সিদ্ধান্ত ঘোষণা করে চমকে দিলেন পুনের মালিক শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। ধোনির জায়গায় অধিনায়কত্ব সামলাবেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, গতবারে পুনের দল ভাল ছিল। কিন্তু সেই মত পারফরমেন্স করতে পারেনি। তাই এই সিদ্ধান্ত।

এদিন মুখে না বললেও ধোনির অধিনায়কত্বের ওপর যে দলের মালিক আর ভরসা রাখতে পারছেন না তা এদিনের সিদ্ধান্ত থেকেই পরিস্কার। যদিও এই সিদ্ধান্তে অখুশি নন ধোনি। তিনি স্টিভকে যতটা সম্ভব সাহায্য করবেন বলেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। বরং অধিনায়কত্বের চাপ ঘাড় থেকে নেমে যাওয়ার পর এবছর আইপিএলে ব্যাটিং লাইনআপে ওপরের দিকেই দেখা যেতে পারে এমএসকে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button