Sports

ধোনির সিএসকে-র ১২ জনের করোনা, গোটা দল কোয়ারেন্টিনে

চেন্নাই সুপার কিংসের ১২ জন সদস্য করোনায় কাবু হয়েছেন। যার ফলে গোটা দলটাই এখন কোয়ারেন্টিনে।

নয়াদিল্লি : কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আইপিএল হবে, না হবে না, করা উচিত হবে না হবেনা এই নিয়ে টানাপোড়েন চলছিল। তারমধ্যেই স্থির হয় সেপ্টেম্বরে আইপিএল হবে। তবে ভারতে নয়। পুরো মাঠ খালি করিয়েও নয়। আইপিএল হবে সংযুক্ত আরব আমিরশাহীর ৩টি মাঠে। সেইমত এক এক করে আইপিএল-এর দলগুলি পাড়ি দিয়েছে দুবাই। আইপিএল-এর অন্যতম দল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস প্রথমে চেন্নাইতে আইপিএল-এর অনুশীলন সারে। তারপর হালে পাড়ি দেয় সংযুক্ত আরব আমিরশাহীতে।

সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছনোর পর এবার সেই সিএসকে দলের ১২ জন সদস্যের করোনা ধরা পড়েছে। যে তালিকায় খেলোয়াড় থেকে কোচিং স্টাফ সকলেই রয়েছেন। দলের ১২ জন সদস্য সংক্রমণের শিকার হওয়ার পর সময় নষ্ট না করে পুরো দলটাকেই কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আইপিএল শুরু হতে আর ২২ দিন বাকি। এই অবস্থায় সিএসকে দলের এহেন পরিস্থিতি কিন্তু চিন্তায় ফেলে দিয়েছে চেন্নাই সুপার কিংসকে।

মনে করা হচ্ছে চেন্নাইতে ক্যাম্প চলাকালীনই এই ১২ জন করোনার শিকার হন। এমনিতেই তামিলনাড়ুতে করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তারমধ্যে সেখানেই চেন্নাইতে ক্যাম্প চলেছে। যে ক্যাম্পে যোগ দিয়েছিলেন দলের উজ্জ্বলতম তারকা তথা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। সেই দলের ১২ জন সদস্যের করোনা আইপিএল-এর অন্য দলগুলোকেও চিন্তায় রাখছে।

যা জানা যাচ্ছে যে যাঁদের করোনা ধরা পড়েছে তাঁদের একদম আলাদা করে দেওয়া হয়েছে। তাঁদের ১৫ দিন পর ফের করোনা পরীক্ষা হবে। ততদিন আইসোলেশনেই থাকবেন তাঁরা। সেই করোনা পরীক্ষায় যদি নেগেটিভ ধরাও পড়েন তাহলেও হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরই তাঁদের মাঠে নামতে দেওয়া হবে। গত ২১ অগাস্ট সংযুক্ত আরব আমিরশাহীতে পা রাখার আগে সিএসকে এমন একটি মাত্র দল ছিল যারা ভারতে তাদের অনুশীলনের জন্য ক্যাম্প করে। চেন্নাইয়ে কার কার করোনা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button