Entertainment

ধোনির পরিবারে এল নতুন অতিথি, ছবি দিলেন সাক্ষী

মহেন্দ্র সিং ধোনির পরিবারে এবার এল আরও এক অতিথি। যাকে পেয়ে আত্মহারা ধোনির পরিবার। আনন্দে নতুন অতিথির ছবিও পোস্ট করলেন ধোনিপত্নী সাক্ষী।

দিল্লিতে নিজের দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু করোনার কারণে মাঝপথেই বন্ধ হয় আইপিএল। ফলে যে যার বাড়ি ফিরে যান। ধোনি ফিরে আসেন রাঁচিতে।

রাঁচি শহর থেকে একটু বাইরেই তাঁর ৭ একর জমির ওপর রয়েছে ফার্ম হাউস। সেখানেই এখন অবসর কাটাচ্ছেন ধোনি। তবে এবার অবসরটা যেন আরও একটু আনন্দের। কারণ রাঁচিতে ফিরেই তাঁর পরিবারে যুক্ত হয়েছে আর এক অতিথি। একটি কালো ঘোড়া।

মহেন্দ্র সিং ধোনির কুকুর প্রেম অজানা নয়। তাঁর ৩টি কুকুর রয়েছে। বড় চেহারার কুকুর পছন্দের ধোনির। এবার তার চেয়েও বড় একটি পশু ঘরে আনলেন তিনি।

কালো ঘোড়াটিকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর পরিবারও। ধোনি পত্নী সাক্ষী ধোনি ঘোড়াটির ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে ঘোড়ার নামকরণও হয়ে গেছে। নাম দেওয়া হয়েছে চেতক।

এরমধ্যেই চেন্নাই দলের আর এক তারকা ক্রিকেটার রবীন্দর জাদেজা তাঁর ৩টি ঘোড়ার ছবি পোস্ট করেছেন। জাদেজার ঘোড়া পোষার আগ্রহ নতুন নয়।

তাঁর কাছে ৩টি ঘোড়া রয়েছে। এবার এই ঘোড়া পোষার তালিকায় যুক্ত হল মহেন্দ্র সিং ধোনির নামও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More
Back to top button