Business

আমজনতার মুখে হাসি ফুটিয়ে অনেকটা কমছে রান্নার গ্যাসের দাম

রান্নার গ্যাসের দামের ছেঁকা খেতে খেতে যন্ত্রণাকাতর দেশের আমজনতাকে অবশেষে কিছুটা হলেও স্বস্তি দিল কেন্দ্র। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটা কমল।

রান্নার গ্যাসের দাম যে আগুন ঝরাচ্ছিল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। রান্নার গ্যাস নেওয়ার হলেই আমজনতার চিন্তার ভাঁজ পুরু হত। দাম বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে সাধারণ মানুষের পক্ষে রান্নার গ্যাস কেনাই দুষ্কর হয়ে উঠেছে।

অবশেষে সেই দমবন্ধ পরিস্থিতি থেকে কিছুটা হলেও রেহাই দিল কেন্দ্র। রান্নার গ্যাসের দাম কিছুটা হলেও কমল। কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে সিলিন্ডার পিছু ২০০ টাকা করে রান্নার গ্যাসের দাম কমাবে তারা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ফলে এবার থেকে রান্নার গ্যাসের দামে ২০০ টাকা করে কম দিতে হবে আমজনতাকে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই দাম কমানোকে রক্ষাবন্ধন বা রাখির আগে দেশের মহিলাদের জন্য প্রধানমন্ত্রীর রাখির উপহার হিসাবে ব্যাখ্যা করেছেন।

অনুরাগ ঠাকুর আরও জানিয়েছেন, উজ্জ্বলা যোজনায় গ্যাস সিলিন্ডারে আগেই ২০০ টাকা করে ভর্তুকি কেন্দ্র দিচ্ছে। গত মার্চ মাস থেকেই এই ভর্তুকি দেওয়া চলছে। এবার আরও ২০০ টাকা করে ভর্তুকি পাবেন উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকরা। ফলে তাঁরা মোট ৪০০ টাকার রেহাই পাবেন আগামী দিনে।

রাজনৈতিক মহলের ধারনা সামনেই বছর শেষে ৫ রাজ্যে ভোট রয়েছে। সেকথা মাথায় রেখেই কেন্দ্র এবার রান্নার গ্যাসের দামে এই রেহাইয়ের পথে হাঁটল।

এছাড়া ২০২৪ সালে লোকসভা নির্বচনও রয়েছে। ফলে এবার হয়তো সাধারণ মানুষ টানা এক বড় সময় এই রান্নার গ্যাসের দামে রেহাইটা উপভোগ করার সুযোগ পেতে পারেন। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *