Business

চিনের হাত থেকে শিরোপা ছিনিয়ে ১ নম্বরে ভারতীয় শহর

ছিল চিনের বেজিং শহরের নাম। সেই বেজিংকে ছিটকে দিয়ে এবার এশিয়ায় ১ নম্বরে উঠে এল ভারতীয় শহর। অবশ্যই ভারতের জন্য এটা গর্বের।

চিনের বেজিং শহরই ছিল এশিয়ার এক নম্বরে। মুকুট ধরে রেখেছিল তারা। কিন্তু তা আর রইল না। তা ছিনিয়ে নিল ভারতের শহর মুম্বই। ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত আরবপতি তৈরি করা দেশ। গত ১ বছরে ২৬ জন নতুন আরবপতি তালিকায় যুক্ত করেছে মুম্বই শহর।

একদিকে মুম্বই যখন বেজিংকে টপকেছে, ঠিক তখনই আবার ভারত টপকে গেছে জার্মানিকে। এশিয়ার মধ্যে বেজিংই ছিল সেই শহর যেখানে সবচেয়ে বেশি সংখ্যক আরবপতির বাস ছিল।


কিন্তু তাকে টপকে এশিয়ার আরবপতিদের রাজধানী হয়েছে মুম্বই। হিউম্যান রিসার্চ ইন্সটিটিউটের রিপোর্ট সামনে আসতেই দেখা যায় মুম্বই এখন এশিয়ার ১ নম্বর আরবপতির শহর। বেজিং নেমে গেছে ২ নম্বরে।

যখন মুম্বইয়ের এই সাফল্যে দেশ গর্বিত তখন ওই রিপোর্টেই আরও একটি খবর ডবল আনন্দ উপহার দিয়েছে ভারতবাসীকে। দেখা গেছে আরবপতির সংখ্যার নিরিখে ভারত এখন বিশ্বের তৃতীয় দেশ।


যদিও তারা তৃতীয় দেশ ছিলনা। তৃতীয় স্থানে ছিল জার্মানি। কিন্তু ২৭১ জন আরবপতি নিয়ে জার্মানিকে ছিটকে দিয়ে এখন তালিকার ৩ নম্বরে নাম ভারতের।

প্রসঙ্গত আরবপতি বলতে বোঝায় ধনী নয়, অতি ধনী মানুষ। হিসাব অনুযায়ী ৮ হাজার ৩০০ কোটি টাকার ওপর যাঁদের মোট সম্পত্তির পরিমাণ তাঁদের বিলিয়নিয়ার বলা হয়। বিশ্বের হিসাবে ১০০ কোটি ডলারের ওপর যাঁদের মোট সম্পত্তির পরিমাণ তাঁরাই বিলিয়নিয়ার। অর্থাৎ আরবপতি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button