Sports

আইপিএল-এ আমেরিকান ক্রিকেটার, কেকেআর নিল আলিকে

আইপিএল-এ এই প্রথম কোনও আমেরিকান ক্রিকেটারকে দেখতে পাওয়া যাবে। যা খবর তাতে কেকেআর সই করিয়েছে আলি খানকে।

দুবাই : আইপিএল শুরুর আগে কলকাতা নাইট রাইডার্স-এর জন্য খারাপ খবর ছিল হ্যারি গার্নির চোট। ফাস্ট বোলিং আক্রমণে কেকেআর-এর অন্যতম হাতিয়ার হ্যারি। সেই হ্যারি গার্নি কাঁধে চোট পাওয়ার পর কেকেআর চিন্তায় ছিল। এবার সেই চিন্তা কিছুটা দূর হল। হ্যারির জায়গায় দলে এলেন মার্কিন ফাস্ট বোলার আলি খান। যা জানা গেছে তাতে কেকেআর ইতিমধ্যেই আলিকে সইও করিয়ে ফেলেছে।

আলি যদি কেকেআর-এর হয়ে মাঠে নামেন তাহলে এই প্রথম আইপিএল-এ আমেরিকার কোনও ক্রিকেটারকে দেখতে পাওয়া যাবে। যা একটা রেকর্ড হয়ে থাকবে। এখনও আইপিএল-এ কোনও আমেরিকান ক্রিকেটার সুযোগ পাননি। এই প্রথম শাহরুখের দল সেই সুযোগ করে দিল। হ্যারির অভাব দলে আলি কতটা পুষিয়ে দিতে পারবেন তা অবশ্য সময় বলে দেবে। তবে আলি খান পরিচিতি বোলার নন। তাই তাঁকে খেলতে ব্যাটসম্যানদের প্রথমে সমস্যা হতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএল-এ দারুণ বোলিং করেছেন আলি খান। সিপিএল-এর দল ত্রিনবাগো নাইট রাইডার্স-এর সদস্য হিসাবে খেলেছেন আলি। সিপিএল-এ ত্রিনবাগো নাইট রাইডার্স তাদের ১২টি ম্যাচই জিতেছে। আলি তারমধ্যে ৮টি ম্যাচ খেলেছেন। সেই ৮টি ম্যাচে ৮টি উইকেট পেয়েছেন তিনি। ডানহাতি ফাস্ট বোলার হিসাবে যথেষ্ট সফল হয়েছেন তিনি। চোখেও পড়েছেন। যার ফল হল তাঁর কেকেআর-এ সুযোগ পাওয়া।

২০১৮ সালে গ্লোবাল টি-২০ কানাডা প্রতিযোগিতায় প্রথম নজরে পড়েন আলি খান। তাঁর বোলিং নজরে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডারেন ব্রাভো-র। ব্রাভোই আলিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-এ নিয়ে আসেন। সেখানে ২০১৮ সালে তিনি ছিলেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দলের সদস্য। সেবার ১২টি ম্যাচ খেলে ১৬টি উইকেট তুলে সকলকে চমকে দেন এই তরুণ বোলার। তারপরই ত্রিনবাগো নাইট রাইডার্স-এ যাওয়া। আর অবশেষে কেকেআর দলে জায়গা পাওয়া। প্রসঙ্গত আগামী ২৩ সেপ্টেম্বর আইপিএল-এ যাত্রা শুরু করছে কেকেআর। প্রথম খেলায় প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *