Entertainment

চাপ নিতে রাজি নন কীর্তি

তাঁকে ভাল অভিনয় করতে হবে। আরও ভাল অভিনয় করতে হবে। এই করে চাপ নিতে রাজি নন বলিউড অভিনেত্রী কীর্তি কুলারি।

তাঁকে ভাল অভিনয় করতে হবে। আরও ভাল অভিনয় করতে হবে। এই করে চাপ নিতে রাজি নন বলিউড অভিনেত্রী কীর্তি কুলারি। কীর্তির মতে তিনি দেখেছেন এই চাপ নিলেই বরং তাঁর কাজ ভাল হয়না। ইতিমধ্যেই ‘উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন কীর্তি। এছাড়া ‘ফোর মোর শটস প্লিজ!’ সিনেমাতেও এসেছে সাফল্য। ফলে বছরটা দারুণ শুরু করেছেন কীর্তি।

কীর্তির মতে, যখনই তিনি বেশি চাপ নিয়ে অভিনয় করতে যান তখনই খারাপ হয়। বরং একদম শান্ত, চাপমুক্ত থেকে নিজের মত করে অভিনয় করলে তা দারুণ কাজে দেয়। ভাল অভিনয় আপনিই বার হয়। এই বলিউড সুন্দরীর মতে, সাফল্য বা ব্যর্থতা কিছুই কারও হাতে নয়। নিজের কাজটাই তাই খোলা মনে করে ফেলাই ভাল।

কদিন পরই নেটফ্লিক্স-এ বার্ড অফ ব্লাড-এ তাঁকে দেখা যাবে। এই বছরটা নিয়ে উত্তেজিত কীর্তি। এই বছর নাকি তাঁর জন্য একগুচ্ছ আকর্ষণীয় সময় অপেক্ষা করছে। অন্তত তেমনই দাবি করেছেন কীর্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button