এবার শিশুদের মগজ ধোলাইয়ের রাস্তায় নামল সন্ত্রাসবাদী সংগঠন আইসিস। শিশুদের তাদের মতাদর্শে শিক্ষিত করে তুলতে একটি মোবাইল অ্যাপ চালু করেছে তারা। যেখানে আরবি ভাষা শিক্ষার পাশাপাশি তাদের মতাদর্শ শিশুদের মাথায় ঢোকানোর সবরকম ব্যবস্থা থাকছে। ট্যাঙ্ক, গান বা রকেটের মত মারণাস্ত্রের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে থাকছে প্রয়োজনীয় রসদ। এছাড়া শিশুদের আকৃষ্ট করতে আরবি বানান শেখাতে একটি বিশেষ ধরণের খেলার সুযোগও রাখা হয়েছে অ্যাপে। শিশুদের পছন্দের কথা মাথায় রেখে অ্যাপটিকে রঙিন সাজে সাজিয়ে তোলারও চেষ্টা করেছে সন্ত্রাসবাদী সংগঠনটি। তাদের এই অ্যাপ সম্বন্ধে একটি প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে আইসিস।