World

সোনালি সমুদ্রতটে হামলার ছক!


Mediterranean Sea Coastইউরোপের ভূমধ্যসাগরীয় সমুদ্রসৈকতগুলিতে এবার গরমে তেমন পর্যটকের দেখা নাও মিলতে পারে। সোনালি বালুকায় সারি দিয়ে মহিলা বা পুরুষদের সূর্যস্নানের পরিচিত দৃশ্য নাও ধরা দিতে পারে। নাও দেখা যেতে পারে তরুণ-তরুণীদের নীল ঢেউয়ের তালে সমুদ্রস্নান। প্রতি বছর গ্রীষ্মে ইউরোপের ভূমধ্যসাগরীয় সমুদ্র সৈকতগুলিতে বহু পর্যটক ভিড় জমান। এবার সেই পর্যটকের ভিড়েই সন্ত্রাসবাদী হামলার ছক কষেছে আইসিস। এমনই এক আগাম সতর্কবার্তা জারি করেছেন জার্মান ও ইতালির গোয়েন্দারা।


তাঁদের দাবি, ইতিমধ্যেই আত্মঘাতী জঙ্গিদের বিভিন্ন বিচগুলিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। সমুদ্রের ধারে হকারের বেশে ঘুরে বেরিয়ে যে কোনও মুহুর্তে নিজের গায়ে বাঁধা বোমা ফাটিয়ে দিতে পারে এরা। এমনকি বিভিন্ন জায়গায় বোমা লুকিয়েও রাখতে পারে তারা। এই ছক তারা বেশ কিছুদিন ধরেই তৈরি করেছে বলে দাবি করেছেন গোয়েন্দারা। জার্মান ও ইতালির গোয়েন্দাদের এমন সতর্কবার্তায় অনেকেই এবারের গ্রীষ্মে ভূমধ্য সাগরীয় সোনালি সৈকতে ছুটি কাটানোর সব পরিকল্পনা রাতারাতি বাতিল করেছেন। সমুদ্র সৈকত তো আর পালিয়ে যাচ্ছে না, আগে প্রাণটা তো বাঁচুক!





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *