সিরিয়ায় মার্কিন নেতৃত্বে চলা আইএস বিরোধী বিমান হানায় মৃত্যু হয়েছে আইএস নেতা আবু বখর আল বাগদাদির। একটি বিজ্ঞপ্তিতে এমনই দাবি করেছে আইসিস সাহায্যপ্রাপ্ত আরবি নিউজ এজেন্সি হিসাবে পরিচিত আল আমাক। আইসিসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত উত্তর সিরিয়ার রাক্কা শহরে শেষ কয়েকদিন ধরেই বিমান হানা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন আইএস বিরোধী জোট। সেই বিমান হানাতেই গত রবিবার বাগদাদির মৃত্যু হয় বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। আল আমাক দাবি করলেও বাগদাদির মৃত্যু নিয়ে এখনও মুখ খোলেনি খোদ আইএস বিরোধী জোট। যদিও বাগদাদি যে বিমান হানায় আহত হয়েছে তা আগেই জানিয়েছিল ইরাকের একটি সংবাদমাধ্যম। তবে বাগদাদি মৃত কিনা তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত মার্কিন সরকার ২.৫ কোটি ডলার বাগদাদির মাথার দাম ধার্য করেছিল।
Leave a Reply











