National

উপত্যকায় দাবানল, জ্বলছে জঙ্গল

Kashmir Forest Fireসোমবার গভীর রাত। হঠাৎই জঙ্গলের দিক থেক আগুনের লেলিহান শিখা নজরে পড়ে কাশ্মীরের জম্মু-পুঞ্চ হাইওয়ের সংলগ্ন মাঞ্জাকোটের বাসিন্দাদের। চোখের সামনে ছড়িয়ে পড়তে থাকে সেই দাবানল। শুকনো হাওয়ায় ক্রমশ ভয়ংকর চেহারা নিতে থাকে আগুন। ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। বনাঞ্চল ছাড়িয়ে আগুন বসতি এলাকায় ঢুকে পড়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষজনের মধ্যে। দ্রুত সেখানে দমকল পাঠায় কাশ্মীরের বন বিভাগ। যদিও আগুন ক্রমশ গভীর অরণ্যে ছড়িয়ে পড়ায় তাঁদের পক্ষে আগুন নেভানো মুশকিল হচ্ছে বলে জানিয়েছেন দমকল কর্তারা। তাঁদের বক্তব্য আগুন যেভাবে ছড়াচ্ছে এবং তা জঙ্গলের এত গভীরে ছড়িয়েছে যে সেখান পর্যন্ত পৌঁছনই তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। কেন আগুন লাগল তা পরিস্কার নয়। তবে জঙ্গল সংলগ্ন বসতিগুলিকে সতর্ক করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button