World

শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের দায় নিল আইএস

২ দিন পর অবশেষে কোনও সন্ত্রাসবাদী সংগঠন শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করল। মঙ্গলবার সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস জানায় শ্রীলঙ্কায় চার্চ ও হোটেলে বিস্ফোরণ ঘটাতে যে মানববোমা ব্যবহার করা হয় তারা সকলেই তাদের সদস্য।

প্রসঙ্গত গত রবিবার ধারাবাহিক বিস্ফোরণে রক্তাক্ত হয় শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত ৩২১ জনের মৃত্যু হয়েছে ওই ঘটনায়। ওই ঘটনার পিছনে কারা রয়েছে সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রবিবার থেকেই। তবে কোনও সংগঠন ঘটনার দায় স্বীকার না করায় বোঝা যাচ্ছিল না যে কারা এর পেছনে রয়েছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

সোমবার শ্রীলঙ্কা সরকারের তরফে কয়েকজন মন্ত্রী সাংবাদিক বৈঠক করে দাবি করেন এই ঘটনার পিছনে শ্রীলঙ্কারই ন্যাশনাল থোহিদ জামাত-এর হাত রয়েছে। তবে তারা এককভাবে এই কাজ করতে উঠতে পারবেনা। তাদের পিছনে কোনও আন্তর্জাতিক শক্তি রয়েছে। তারপরই মঙ্গলবার আইএস এই সন্ত্রাসের দায় নিল।

আইএস এই ঘটনার দায় স্বীকার করার আগেই অবশ্য অপরীক্ষিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ায়। যেখানে দাবি করা হয় শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের পিছনে আইএস এর হাত রয়েছে। ভিডিওতে ৩ জন মানববোমার ছবিও প্রকাশ করা হয়। যারা নাকি শ্রীলঙ্কায় বিস্ফোরণ ঘটায়। এদিকে শ্রীলঙ্কায় বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা দেশ জুড়েই তল্লাশি, তদন্ত জারি আছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *