ওয়াটার হিটার বিস্ফোরণে মৃত্যু হল ১১ জনের। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ওয়াটার হিটারটির বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে বিস্ফোরণের তীব্রতায় বাড়িটিই ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে ইরানের মাসাদ শহরে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ইরানে ওয়াটার হিটারের চল খুব। প্রায় প্রতি পরিবারই ওয়াটার হিটার ব্যবহার করে। এভাবে গ্যাস দ্বারা চালিত ওয়াটার হিটার আগেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবারের ঘটনা অবশ্যই মর্মান্তিক।