Sports

জিততে মরিয়া কলকাতা, শারজায় রাসেল ঝড় দেখতে মুখিয়ে সকলে

দিল্লির বিরুদ্ধে জিতে লিগ টেবিলে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করে রাখতে চাইছে কলকাতা। অন্যদিকে রাসেলের তাণ্ডব দেখতে মুখিয়ে অনুরাগীরা।

শারজা : দিল্লিও জিতেছে ৩টি খেলে ২টি ম্যাচ। কলকাতাও তাই। ২টি দলই হেরেছে ১টি করে ম্যাচ। এই অবস্থায় প্রথম চারে নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া ২ দলই।

কলকাতার বড় ভরসা সুনীল নারিন যখন আউট অফ ফর্ম তখন কলকাতা শিবিরে ভাল খবর মাভি ও নাগারকোটি-র মত তরুণ বোলারের দুরন্ত ফর্ম।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ভাল বল করছেন বরুণ চক্রবর্তীও। বহুমূল্য খেলোয়াড় প্যাট কামিন্স তাঁর দামের অঙ্ক পুষিয়ে দিচ্ছেন। দারুণ বল করছেন প্যাট। সঙ্গে বাড়তি পাওনা তাঁর ব্যাটিং।

এদিকে বোলিং আক্রমণ যখন ভাল কাজ করছে তখন ব্যাটিংয়ে ওপেনিং ভোগাচ্ছে কলকাতাকে। নারিনের ব্যর্থতায় শুরুতেই ১টা উইকেট হারাচ্ছে কলকাতা। যা তাদের প্রথম ৬ ওভারে বড় রান করার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

তবে তরুণ শুভমান গিল এখনও অসাধারণ। প্রতিবারই একটা উল্লেখযোগ্য ইনিংস উপহার দিচ্ছেন। দলকে ভরসা দিচ্ছেন।

অধিনায়ক দীনেশ কার্তিক তেমন কোনও ছাপ তাঁর ব্যাটিংয়ে রাখতে পারেননি। তুলনায় অনেক ভাল ব্যাট করছেন নীতীশ রাণা।

এদিকে মর্গান বড় ভরসা হচ্ছেন খেলার মাঝখান থেকে শেষ পর্যন্ত। আন্দ্রে রাসেলের সেই জ্বালাময়ী ব্যাট এখনও দেখা যায়নি। কিছুটা যেন ফর্মের জন্য লড়াই করছেন তিনি।

দিল্লি ক্যাপিটালস কিন্তু দারুণ শুরু করেছিল এবারের আইপিএল-এ। তরুণ খেলোয়াড়রা রয়েছেন দলে। রাবাডা-র মত বোলার রয়েছেন। ব্যাটিংয়ে শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শিমরন হেটমায়ার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থরা রয়েছেন। বোলিংয়ে বড় ভরসা রাবাডা, স্টোইনিস, রবিচন্দ্রণ অশ্বিন।

এছাড়া দলে রয়েছেন অক্ষর প্যাটেলের মত অলরাউন্ডার। ফলে দলে ভারসাম্য রয়েছে। তারুণ্যের একটা স্ফূর্তি আছে। জেতার খিদে আছে।

খেলা যেহেতু শারজায় তাই এদিন বড় রানের ইনিংসের আশা করছেন অনেকে। শারজা ছোট মাঠ। ফলে রান অনেক ওঠে। ব্যাট করতে নেমে ২০০ রানের ওপর তোলাটা কঠিন নয়। ২০০ রান তাড়া করে এই মাঠে জেতাও অস্বাভাবিক নয়। ফলে ২ পক্ষেরই যথেষ্ট সুযোগ রয়েছে নিজেদের মেলে ধরার।

এদিন কলকাতা যদি জেতে তাহলে প্রথম চারে থাকার দৌড়ে আরও কিছুটা এগিয়ে থাকবে। প্রথম দিকে জয় বেশি পেলে পরে চাপ কম পড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *