Sports

ভারতীয় ক্রিকেটের সোনালি দিন, দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়লেন বিরাটরা

না পোর্ট এলিজাবেথে কোনওদিন দক্ষিণ আফ্রিকাকে হারাতে পেরেছে ভারত, আর নাই গত ২৫ বছরে কোনওদিন দক্ষিণ আফ্রিকায় ভারত ওয়ান ডে সিরিজ জিতেছে। মঙ্গলবার ২টো ইতিহাসই রচনা করলেন বিরাটরা। একই দিনে। একই মাঠে। স্বভাবতই বিরাটদের সাফল্যে উচ্ছ্বসিত গোটা ভারতীয় ক্রিকেট মহল। এদিন পোর্ট এলিজাবেথের মাঠে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ভারতের শিখর ধাওয়ান (৩৪), বিরাট কোহলি (৩৬), শ্রেয়স আইয়ার (৩০), ভুবনেশ্বর কুমার (১৯) স্কোর বোর্ডে ভাল রান যোগ করলেও একাই সবার মাঝে ধ্রুবতারার মত ঝলমল করেছেন রোহিত শর্মা। একের পর এক ম্যাচে রান না পাওয়ায় রোহিতকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এমনকি তাঁর জায়গায় অন্য কাউকে খেলানো উচিত বলেও দাবি উঠছিল। কিন্তু সব সমালোচনার জবাব দিল এদিন রোহিতের ব্যাট। ১১৫ রানের এক ভয়ংকর রোহিত ইনিংসই এদিন ভারতের জয়ের রাস্তা পরিস্কার করে দিল।

৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারত তোলে ২৭৪ রান। জবাবে ব্যাট করতে নেমে এদিন শুরু থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা। সেই আমলা যিনি গত ম্যাচগুলোতে রোহিতের মতই পারফর্ম করতে পারছিলেননা। সঙ্গে মার্করামও ভাল খেলছিলেন। প্রথম দিকে মনে হচ্ছিল ভারতের এই ম্যাচ বাঁচানো মুশকিল হবে। কিন্তু মার্করাম আউট হওয়ার পর ছন্দপতন হয় প্রোটিয়াদের ব্যাটিংয়ে। পরে ডেভিড মিলার (৩৬), ডেভিলিয়ার্স (৬) ও আমলা (৭১) ফেরার পর ক্লাসেন (৩৯) ছাড়া আর কেউই ভারতীয় ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেননি। কুলদীপ যাদব একাই ৪ উইকেট তুলে নেন। ৪২.২ ওভারে ২০১ রান করেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারত জয়ী হয় ৭৩ রানে। ম্যাচের সেরা হন রোহিত শর্মা। ৬ ম্যাচের সিরিজে ১ ম্যাচ বাকি থাকতেই ৪-১-এ ভারত জিতে নিল সিরিজ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে সিরিজ জয়ের শাপমোচন হল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *