World

শপথ নিতে গিয়ে কেন লজ্জিতভাবে ‘সরি’ বলতে হল ইমরান খানকে?

গত শুক্রবার পাক পার্লামেন্টে ভোটাভুটির মধ্যে দিয়েই স্থির হয়ে যায় ইমরান খানই হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। ঠিক ছিল এরপর শনিবারই প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন ইমরান খান। সেইমত শনিবার সকালে ইমরান খানকে পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করালেন পাকিস্তানের রাষ্ট্রপতি মামনুন হুসেন। পাকিস্তানের সময় সকাল ১০টায় চোখে জল আর মুখে হাসি নিয়ে এদিন কালো শেরওয়ানিতে শপথবাক্য পাঠ করেন ইমরান। একসময়ে দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার নজির গড়েছিলেন তিনি। এবার দেশের প্রধানমন্ত্রী হওয়ার বিরল কৃতিত্বও অর্জন করলেন। ৬৫ বছরের ইমরানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর গদিতে বসার জন্য ২২ বছর কঠিন রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হয়েছে।

জীবনে এত সফল এক ব্যক্তিত্ব এদিন কিন্তু শপথবাক্য পাঠে বেশ কয়েকবার শব্দ উচ্চারণে ভুল করেন। উর্দু শব্দ উচ্চারণ করতে গিয়ে ভুল করায় প্রেসিডেন্ট তাঁর ভুল শুধরে দেন। ইমরান সরি বলে হাসি মুখে ভুল শোধরান। তারপরও যদিও খুব পরিস্কার‌ভাবে শব্দগুলি উচ্চারণ করে উঠতে পারেননি তিনি। এটা তাঁর নিজের জীবনের এমন এক চরম মুহুর্তে হয়তো বড় একটা খিঁচ হয়ে থাকবে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

ইমরান তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর সমসাময়িক ৩ ভারতীয় খেলোয়াড়কে নিমন্ত্রণ করেছিলেন বলে খবর। তালিকায় ছিলেন সুনীল গাভাস্কার, কপিল দেব ও নভজ্যোৎ সিং সিধু। এঁদের মধ্যে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল সিধু।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *