World

নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলতে চান ইমরান খান, জানালেন পাক বিদেশমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলতে চান ইমরান খান। শান্তি স্থাপন নিয়ে আলোচনা করতে চান তিনি। খোলাখুলি একথা জানালেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। কুরেশি এই বক্তব্যের পর পাকিস্তান চাপের মুখে এখন কথা বলার রাস্তায় হাঁটতে চাইছে বলেই মনে করছেন অনেকে। কুরেশি এদিন প্রশ্নের সুরেই বলেন, ইমরান খান তো কথা বলতে রাজি, নরেন্দ্র মোদী কী করবেন?

এদিন কুরেশি আরও বলেন, ভারত পুলওয়ামা কাণ্ড নিয়ে তথ্য পাঠিয়েছে। তবে তা সবে তাঁর হাতে পৌঁছেছে। এখনও তা খতিয়ে দেখার সময় পাননি। তবে এই সব তথ্য তাঁরা খোলা মনেই খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন পাক বিদেশমন্ত্রী

পাশাপাশি তিনি বলেন, ভারত এটা আগে পাঠালে ভাল করত। আগে তারা পাকিস্তানে হামলা করল, তারপর পুলওয়ামা নিয়ে তথ্য পাঠাল। তাঁর দাবি, ভারত যদি আগে পুলওয়ামা নিয়ে তথ্য পাঠিয়ে পাকিস্তানের কাছে এ বিষয়ে জানতে চাইত, তবে তাদের আর হানা দেওয়ার দরকার পড়ত না।

এদিন কুরেশি আরও বলেন, হতে পারে যুদ্ধে পাকিস্তানের ক্ষতি হবে। কিন্তু যুদ্ধ হলে ভারতীয় অর্থনীতিও রেহাই পাবে তো? যদি ভারত সন্ত্রাসবাদ নিয়ে কোনও আলোচনা চায় তবে পাকিস্তান তাতে রাজি বলেও এদিন জানিয়ে দেন কুরেশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button