Sports
আত্মপক্ষ সমর্থনে সওয়াল আফ্রিদির

দেশকে ছোট করার কোনও ইচ্ছে তাঁর ছিল না। বরং ভারতে তাঁদের ফ্যানদের উৎসাহ দেওয়া ও একটি সদর্থক বার্তা দেওয়াই ছিল তাঁর মুখ্য উদ্দেশ্য। আত্মপক্ষ সমর্থনে মঙ্গলবার এমনই জানালেন পাক ক্রিকেট টিমের অধিনায়ক শাহিদ আফ্রিদি। এর আগে আফ্রিদিন বলেন, পাক ক্রিকেটাররা ভারতে অনেক বেশি সম্মান ও ভালবাসা পান। আর এতেই পাকিস্তান জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। আফ্রিদি দেশ বিরোধী কথা বলছেন বলেও দাবি করে পাকিস্তানের একাংশ। নিজের বক্তব্যের সমর্থনে ইমরান খান, ইমজামাম উল হক বা ওয়াসিম আক্রমের প্রসঙ্গও এদিন সামনে এনেছেন আফ্রিদি। তাঁর দাবি, ভারতে যে ক্রিকেট পূজিত হয় তা তাঁরাও বিশ্বাস করেন। সারা বিশ্বের কাছে একটা সদর্থক বার্তা পৌঁছে দেওয়াই ছিল তাঁর মুখ্য উদ্দেশ্য।