Business

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে পিপিএফের পর এবার ইপিএফেও কমল সুদের হার

চাকরি থেকে অবসর গ্রহণের পর প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকা ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গচ্ছিত রেখে তার সুদে বাকি জীবনটা চালিয়ে নেওয়া। এটাই আম মধ্যবিত্ত দেশবাসীর প্রবণতা। এভাবেই নিজেরা মানসিকভাবে সাজিয়ে রেখেছেন জীবনটাকে। কিন্তু মানুষ এক ভাবে, আর সরকার এক করে। বাজেটে মধ্যবিত্তের জন্য এতটুকুও সুখবর শোনায়নি কেন্দ্র। তারপর পিপিএফে সুদের হার ০.২ শতাংশ কমিয়ে তা নামিয়ে এনেছে ৭.৮ থেকে ৭.৬ শতাংশে। বাকি ছিল ইপিএফ। সেখানেও এবার কোপ বসাল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।

এদিন ইপিএফে সুদের হার কমানো হয়েছে ০.১ শতাংশ। ফলে যেখানে ২০১৬-১৭ অর্থবর্ষে চাকুরীজীবীরা সুদ পেতেন ৮.৬৫ শতাংশ। সেখানে তা কমে ২০১৭-১৮ অর্থবর্ষে দাঁড়াল ৮.৫৫ শতাংশে। ফলে ফের একবার মধ্যবিত্তের কপালের ভাঁজ পুরু হল। বাড়ল ভবিষ্যতের চিন্তা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *