National

সরল হল ইপিএফ থেকে টাকা তোলার নিয়ম

EPFচাপের মুখে ইপিএফ থেকে টাকা তোলার নিয়ম অনেকটাই শিথিল করল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। বাড়ি তৈরি, নিজের বা পরিবারের কারও কঠিন রোগের চিকিৎসা, দাঁতের সমস্যার চিকিৎসা, ছেলেমেয়ের ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ অথবা ছেলেমেয়ের বিয়ের জন্য ইপিএফ থেকে টাকা তোলায় সম্মতি দিয়েছে মন্ত্রক। শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় জানিয়েছেন, ইপিএফের টাকা তোলা নিয়ে কড়াকড়ির পরই তাঁর কাছে বিভিন্ন সময়ে নিয়ম শিথিল করার আর্জি জানিয়ে শ্রমিক সংগঠনগুলি থেকে চিঠি আসছিল। দেশের বিভিন্নপ্রান্তে প্রকাশ্যেই বিক্ষোভ আন্দোলন ছড়িয়ে পড়ছিল। ওল্ড এজ পেনশন প্রাপক বা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের সদস্যরাও এই সরলীকরণের সুবিধা পাবেন। আগামী অগাস্ট মাস থেকে উপরোক্ত কারণগুলির একটি দেখাতে পারলেই ইপিএফ থেকে টাকা তোলার সুবিধা নিতে পারবেন দেশবাসী।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *