Business

ইপিএফে কমল সুদের হার, ৮.৮ থেকে নেমে হল ৮.৬৫ শতাংশ

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও এবার সুদ কমাল ইপিএফে। ০.১৫ শতাংশ কমানো হয়েছে সুদের হার। এতদিন ৮.৮ শতাংশ হারে ইপিএফে গচ্ছিত টাকার ওপর সুদ পেতেন বিভিন্ন সংস্থার কর্মচারিরা। এবার তা কমে দাঁড়াল ৮.৬৫ শতাংশ। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে ইপিএফে পুরানো হারে সুদ দিলে ৩৮৩ কোটি টাকার ক্ষতি হত। নোট বাতিলের জেরে ব্যাঙ্কের ঘরে প্রচুর টাকা এসে পড়েছে। ফলে সঞ্চয়ী আমানত থেকে এফডি, সবেতেই সুদের হার কমানোর রাস্তায় হাঁটছে ব্যাঙ্কগুলি। সূত্রের খবর, এই অবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতেই এমন সিদ্ধান্ত কেন্দ্রের। এমনকি এবার পিপিএফ এবং স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতেও সুদের হার কমানো নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে তারা।

 


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *