Durga Pujo

বিজয়ার দিনই রইল সামনের বছরের পুজোর দিনক্ষণ

বাঙালি বিজয়াদশমীর দিন থেকেই সামনের বছরের দুর্গাপুজোর অপেক্ষা শুরু করে দেয়। বিজয়ার দিনই তাই সকলের জন্য রইল সামনের বছরের পুজোর দিনক্ষণ।

পুজো আসছে এই আনন্দটা যতটা দীর্ঘস্থায়ী, পুজো এসে গেলে সেই আনন্দ ততটাই ক্ষণস্থায়ী। কেমন যেন চোখের পলকে শেষ হয়ে যায় পুজোর ৫টা দিন। প্রতিবছরই মনে হয় পুজোর জন্য সারা বছর ভেবে রাখা সব পরিকল্পনা তো সম্পূর্ণ হল না। তার আগেই তো বিজয়াদশমী এসে পড়ল!

বাঙালি জীবনে পুজো এমনই। বাঙালি বিজয়াদশমীর দিন থেকেই গোনা শুরু করে দেয় সামনের বছর পুজো কবে। সেই খোঁজখবরই দেওয়ার চেষ্টা করা হল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

আগামী বছর অর্থাৎ ২০২২ সালে দুর্গাপুজো কিন্তু অনেক আগে। সেপ্টেম্বরের শেষ দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থাকছে পঞ্চমী। অক্টোবর শুরুই হবে পুজোর শুরু দিয়ে।

১ অক্টোবর ষষ্ঠী। ষষ্ঠী মানেই তো পুজো শুরু হয়ে গেল। মায়ের বোধন, অধিবাস। ১ অক্টোবর সামনের বছর শনিবার পড়েছে। রবিবার ২ অক্টোবর মহাসপ্তমী। পুজো পুরোদমে শুরু।

কলাবউ স্নান দিয়ে সকাল শুরু। তারপর সপ্তমী পুজো, আরতি। ওইদিন আবার গান্ধী জয়ন্তীও। তবে ছুটি মাটি সারা ভারতের। কারণ ওদিন রবিবার।

মহাষ্টমী পড়েছে ৩ অক্টোবর। সোমবার সকাল থেকেই শুরু হবে পুষ্পাঞ্জলি দেওয়া। তারপর থাকছে সন্ধিপুজো। মহানবমী পড়েছে মঙ্গলবার ৪ অক্টোবর। আর পুজো সামনের বছর শেষ বুধবার ৫ অক্টোবর। ওইদিন বিজয়াদশমী।

সামনের বছর মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর। সেটাও আবার পড়েছে রবিবার। সামনের বছর পুজো এগিয়ে এসেছে এবারের থেকে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *