Kolkata

২৭০০ মহিলা কনস্টেবল ও ১ হাজার ১১টি রাজ্য সরকারি পদে চাকরির রাস্তা খুলল সরকার

রাজ্য সরকারের বিভিন্ন দফতরের জন্য ১ হাজার ১১টি নতুন পদে নিয়োগ করা হবে। এদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এমনই জানালেন অর্থমন্ত্রী অমিত মিত্র। ফলে রাজ্য সরকারি নতুন বেশ কিছু চাকরির দরজা খুলল চাকরিপ্রার্থীদের জন্য। পাশাপাশি ২ হাজার ৭০০ জন মহিলা কনস্টেবল নেওয়া হবে বলেও এদিন ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। রাজ্যের বিভিন্ন কোণায় ৪৩টি ডব্লিউবিইসিএস দফতরও তৈরি করা হবে বলে জানান তিনি। এগুলো মন্ত্রিসভার সিদ্ধান্ত হিসাবে সামনে রেখে অমিতবাবু জানান, মুখ্যমন্ত্রীর কন্যাশ্রীর বিশ্বজয়ে গোটা মন্ত্রিসভা গর্বিত। মুখ্যমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টায় শুরু হওয়া কন্যাশ্রী প্রকল্প ও বিশ্বের দরবারে তার সাফল্যকে মন্ত্রিসভার তরফে কুর্নিশ জানান তিনি। বুধবারই ছিল রাজ্যের মুখ্যসচিব হিসাবে বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের শেষ দিন। তাঁর সঙ্গে কাজের সুখস্মৃতি স্মরণের পাশাপাশি বৃহস্পতিবার থেকে রাজ্যের নতুন মুখ্যসচিবকে স্বাগত জানান অর্থমন্ত্রী অমিত মিত্র।

 


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *