National

রাজ্যসভার সাংসদ পদে প্রাক্তন আমলাকে এনে তৃণমূলের মাস্টারস্ট্রোক

কার্যত চমকে দিল তৃণমূল। এবার তৃণমূল এমন একজন প্রাক্তন আমলাকে রাজ্যসভায় তাদের সাংসদ করে পাঠাতে চলেছে যাঁকে একসময় প্রসার ভারতীয় দায়িত্ব সামলাতে দেখা গেছে।

রাজ্যসভার সাংসদ মনোনয়নে এবার চমক দিল তৃণমূল। এবার তারা এমন একজনকে পাঠাতে চলেছে যাঁকে প্রসার ভারতীর প্রধান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলাতে দেখা গেছে।

এমনই এক আদ্যন্ত বাঙালি ও প্রাক্তন আমলাকে সংসদের উচ্চকক্ষে তাদের প্রতিনিধি করে পাঠাতে চলেছে তৃণমূল। প্রাক্তন আইএএস জহর সরকারকে মনোনীত করেছে তৃণমূল।

জহর সরকারের মত একজন আমলাকে রাজ্যসভায় পাঠিয়ে কিন্তু কার্যতই সকলকে হতবাক করে দিয়েছে তৃণমূল।

চলতি বছরের শুরুতেই রাজ্যসভায় তৃণমূল সাংসদের একটি পদ ফাঁকা হয়েছিল। দীনেশ ত্রিবেদীর আসন ফাঁকা হয়েছিল। সেই আসনে আগামী ৯ অগাস্ট দিন ধার্য হয়েছে নির্বাচনের।

তৃণমূলের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, জহর সরকারের জনসেবায় ৪২ বছরের অভিজ্ঞতা রয়েছে। প্রসার ভারতীর প্রাক্তন সিইও ছিলেন তিনি। তাঁর জনসেবার বিশাল অভিজ্ঞতা দেশের জন্য কাজ করতে তৃণমূলকে সাহায্য করবে।

বিজেপির বিরুদ্ধে বরাবরই সরব ছিলেন জহর সরকার। সেক্ষেত্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা মাস্টারস্ট্রোক হিসাবেই নিচ্ছেন সকলে।

জহর সরকার তৃণমূল সাংসদ হিসাবে রাজ্যসভায় গেলে তিনি বিজেপির বিভিন্ন নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পারবেন। আর প্রাক্তন আমলা হওয়ায় তাঁর সেই সমালোচনায় থাকবে যুক্তিবাদী চরিত্র।

জহর সরকার প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ এবং সাসেক্স-এ পড়াশোনা করেছেন। তাঁর ইতিহাস ও সাইকোলজিতে এমএ ডিগ্রি রয়েছে। সামাজিক বঞ্চনার বিরুদ্ধে বর্তমানে তিনি যথেষ্ট সরব।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *