State

গেছিল জঙ্গলে ফুটবল খুঁজতে, মিলল কঙ্কাল

মাঠের ধার ঘেঁষে ঝোপ জঙ্গল। সেই জঙ্গলেই পড়ে গিয়েছিল বল। সেই বল খুঁজতে গিয়ে সাতসকালে কিশোরের নজর কাড়ল একটি কঙ্কাল। ভয়ে ছুট দিল সে।

রবিবার সন্ধেবেলাও চলছিল ফুটবল প্রতিযোগিতা। খেলা চলছিল জোরকদমে। খেলতে খেলতে একটি জোড়াল শটে উড়ে যায় ফুটবল। তারপর তা গিয়ে পড়ে লাগোয়া জঙ্গলের মধ্যে।

ঝোপ জঙ্গলের জায়গা। রাতে সাপখোপ থাকতে পারে। তাই ঝুঁকি নেয়নি কেউ। বল তো ওখানেই পড়ে থাকবে। সকাল হলে খুঁজে নেওয়া যাবে।

এই ভেবে অন্য বলেই খেলা চলে। সোমবার ভোর হতেই এক কিশোরের মনে পড়ে যে রাতে জঙ্গলে উড়ে গিয়েছিল ফুটবলটি।

সে ওই ঝোপ জঙ্গলে ঢুকে ফুটবলটি কোথায় পড়ে আছে খোঁজ করতে থাকে। আর তা করতে করতেই তার নজর যার ওপর গিয়ে পড়ে তা তার হাড় হিম করার জন্য যথেষ্ট ছিল।

ওই কিশোর দেখে একটি কঙ্কাল পড়ে আছে জঙ্গলের মধ্যে। ফুটবল খোঁজা লাটে ওঠে। সে ছোটে বিষয়টি সম্বন্ধে জানাতে।

খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ সেখানে উপস্থিত হয়। উদ্ধার করা হয় কঙ্কালটিকে। তা ফরেনসিকে পাঠানোর ব্যবস্থা হয়। পুলিশের প্রাথমিকভাবে দেখে ধারণা দেহটি পুড়িয়ে ফেলে যাওয়া হয়েছিল।

এটা কি খুন, নাকি দেহটি করোনা রোগীর তা পরিস্কার নয়। তা ফরেনসিক পরীক্ষা করলেই বোঝা যাবে। কতদিনের পুরনো কঙ্কাল তাও বোঝা যাবে পরীক্ষা করলে।

উত্তর ২৪ পরগনার শ্যামনগর সংলগ্ন ওই মাঠের ধারের জঙ্গল এর আগে কাটা হয়েছিল। কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন এখানে বর্ষার পর ফের গাছ বড় হয়ে বিশাল জঙ্গল তৈরি হয়েছে। আশপাশে অবশ্য রয়েছে জনবসতি। পুলিশ জিজ্ঞাসাবাদও শুরু করেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *