রাতের পারদে পরিবর্তন, শীত কি আবার ফিরবে, পূর্বাভাস কি বলছে
জানুয়ারি মাসের শেষেই অচেনা গরম টের পেয়েছিলেন সকলে। ফেব্রুয়ারিতে পা দিয়েও পরিস্থিতি বদলায়নি। তবে এবার বদলের ইঙ্গিত মিলল। তবে কি শীত আবার ফিরছে?

জানুয়ারির শেষ দিনে বেশ কয়েকটি পরিবার রাতে কম গতিতে হলেও ফ্যান চালাতে বাধ্য হয়েছিল। ঠান্ডা দূরে থাক, রাতে ফ্যান ছাড়া শুতে অস্বস্তি হয়েছে অনেকের। এমন জানুয়ারি বহু বছরে দেখা যায়নি। পরিস্থিতিতে বদল হয়নি ফেব্রুয়ারিতে পা রেখেও।
সরস্বতী পুজোর প্রথম দিনে মেঘ আর কুয়াশায় ঢাকা আকাশ কার্যত পুজোর আনন্দ মাটি করেছে। এবার আবার তিথি অনুযায়ী ২ দিন ধরে সরস্বতী পুজো। ক্যালেন্ডার অনুযায়ী সোমবারই সরস্বতী পুজো।
এদিন অনেক পরিবারেই সরস্বতী পুজো হয় কাকভোর থেকে। তবে সরস্বতী পুজোর প্রথম দিনে রাতের পারদ আর সোমবারের রাতের পারদে কিছুটা হলেও ফারাক হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৩ দিনে রাতের পারদ ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।
ফলে আগামী ৩ দিনে ঠান্ডা কিছুটা হলেও বাড়বে। তবে তা শীতের প্রত্যাবর্তন বলাটা মুশকিল। কারণ রাতের পারদ কমলেও তা ১৭ বা ১৮ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করবে। যাকে ঠিক শীত বলা যায়না।
৩ দিন পারদ পতনের পর আবার তার পরের ২ দিন পারদ ঊর্ধ্বমুখী হবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে সোমবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা চারধার। তারমধ্যেই চলেছে সরস্বতী আরাধনা।
উত্তরবঙ্গে কুয়াশার দাপট থেকে আপাতত মুক্তি নেই। তবে মঙ্গলবারের পর কুয়াশার দাপট কমতে পারে। কিন্তু পারদ যেখানে ছিল আগামী ৫ দিনে তার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না আবহবিদেরা।